দেশ বিভাগে ফিরে যান

১ জুলাই থেকে সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ , আইন অমান্য করলে জরিমানা

February 22, 2022 | 2 min read

বিজ্ঞপ্তি জারি হয়েছে আগেই। তবে তা যাতে সময়েই কার্যকর হয়, তার জন্য চার মাস সময় থাকতেই উদ্যোগ নিল কেন্দ্র। আগামী ১ জুলাই থেকেই সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ হচ্ছে। কোনওভাবেই এর সময় বাড়বে না। তাই হাতে সময় থাকতেই নিষেধাজ্ঞার ব্যাপারে যেমন সচেতনতা বাড়ানো হবে, তেমনি ধীরে ধীরে বন্ধ করতে হবে এই ধরনের প্লাস্টিকের তৈরি সামগ্রী। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই ব্যাপারে রাজ্যকে পরামর্শ দিয়েছে। নির্দেশ চলে গিয়েছে যাবতীয় ই-কমার্স ওয়েবসাইট, সিঙ্গল ইউজ প্লাস্টিক প্রস্তুতকারক, কাস্টমস, সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্স সহ সংশ্লিষ্ট পক্ষকে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইন মোতাবেক হতে পারে পাঁচ বছরের কারাদণ্ড। সঙ্গে যুক্ত হতে পারে এক লক্ষ টাকা জরিমানা।

সিঙ্গল ইউজ বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞার ক্ষেত্রে তিনটি তারিখ ঠিক হয়েছে। আগামী পয়লা জুলাই থেকে কী কী সামগ্রীর ব্যবহার বন্ধ হবে? পরিবেশমন্ত্রক ও কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আইস঩ক্রিমের কাঠি, কাপ, প্লেট, কাঁটাচামচ, বেলুনে ব্যবহারে কাঠি, প্লাস্টিকের পতাকা, সাজাবার জন্য থার্মোকল বা পলিস্টাইরিনের পাশাপাশি স্ট্র, ট্রে, গ্লাস, সিগারেট, মিষ্টির প্যাকেট কিংবা আমন্ত্রণ পত্রের উপর প্লাস্টিকের মোড়ক, ১০০ মাইক্রনের কম পিভিসি ব্যানার আগামী ৩০ জুনের পর আর ব্যবহার করা যাবে না। একইভাবে হাল্কা ওজনের প্লাস্টিক ক্যারিব্যাগের কারণে যে আবর্জনা সৃষ্টি হয় তা বন্ধ করতে ৩০ সেপ্টেম্বর থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগের ঘনত্ব ৫০ থেকে বাড়িয়ে ৭৫ মাইক্রন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও শক্ত হাতে নিষেধাজ্ঞা জারি করতে ২০২২ সালের ৩১ ডিসেম্বর থেকে তা পুনরায় বাড়িয়ে ক্যারিব্যাগের ঘনত্ব ১২০ মাইক্রন করতে হবে। অর্থাৎ চলতি বছরের শেষদিন থেকে কোনওভাবে হাল্কা ওজনের প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করা যাবে না। সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে না পারলে মাটি, জল যেমন দূষিত হবে। এখনই যদি এ ব্যাপারে উদ্যোগী না হওয়া যায়, তাহলে আগামী ২০৫০ সালে গিয়ে ১ কোটি ২০ লক্ষ টন সিঙ্গল ইউজ প্লাস্টিক মাটিতে না মিশে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বলে ওয়াকিবহাল মহলের মত।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Pollution, #fine, #Single use plastic

আরো দেখুন