কলকাতা বিভাগে ফিরে যান

গবেষণার মানের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ

February 22, 2022 | 2 min read

গণিত বিভাগে দেশের মধ্যে দ্বিতীয় স্থান পেল জঙ্গলমহলের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিশ্বব্যাপী সংস্থা রিসার্চ ডট কমের সমীক্ষায় এমনটাই প্রকাশ করা হয়েছে। গবেষণার মানের ওপর ভিত্তি করে এই সংস্থা তালিকা তৈরি করে। তাতে দেখা গিয়েছে, দেশের মধ্যে গণিত বিভাগে প্রথম স্থানে রয়েছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। তবে কানপুর আই আই টি রয়েছে তৃতীয় স্থানে।

এই সংস্থা যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র‍্যাঙ্কিং হল ২২১ এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র‍্যাঙ্কিং ২৮০। কানপুরের বিশ্ব র‍্যাঙ্কিং ৩৫০। সংস্থার পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলিতে। তবে শুধু বিশ্ববিদ্যালয়ই নয়, বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপকদেরও এই তালিকায় রাখা হয়েছে। তালিকা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মধুমঙ্গল পাল এবং প্রাক্তন অধ্যাপক ড. মনোরঞ্জন মাইতিকে এই তালিকার মধ্যে রাখা হয়েছে।

দেশের অধ্যাপকদের মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছেন তাঁরা। সংস্থার তালিকা অনুযায়ী, ড. মনোরঞ্জন মাইতির বিশ্ব র‍্যাঙ্কিং হল ১১৪৪, যা দেশের মধ্যে দশম। ড. মধুমঙ্গল পালের বিশ্ব র‍্যাঙ্কিং ১৩৫০, যা দেশের মধ্যে একাদশ স্থানে। রাজ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে দ্বিতীয় স্থানে আশায় স্বাভাবিকভাবেই তাকে বড় সাফল্য বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু এর জন্য দুই অধ্যাপককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানান, ‘এর আগে বিভিন্ন সংস্থার সমীক্ষায় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ প্রথম সারিতে স্থান পেয়েছে।’ পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রসায়ন পদার্থবিদ্যা সহ বিজ্ঞান বিভাগ, কলা এবং বাণিজ্য বিভাগের মান যথেষ্ট উন্নত। আগামী দিনে এই বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে আশা করছেন কতৃপক্ষ।

প্রসঙ্গত, এই সংস্থা চারটি বিষয়ে উপর র‍্যাঙ্কিং নির্ধারণ করে থাকে। এগুলো হল গণিত, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ফাইন্যান্স এবং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

#Second position, #Vidyasagar University, #Mathematics department

আরো দেখুন