দেশ বিভাগে ফিরে যান

১২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য এল দ্বিতীয় করোনা টিকা

February 22, 2022 | < 1 min read

বায়োলজিক্যাল ই লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মহিমা দাতলা বলেন, ‘‘আমরা বিশ্বাস করি যে, এই অনুমোদনের ফলে বিশ্বব্যাপী চলা অতিমারির বিরুদ্ধে লড়াইতে আরও এক ধাপ এগোলাম। কর্বিভ্যাক্সের দুটি ডোজ সম্পূর্ণ হলে কোনও আশঙ্কা ছাড়া ছোটরা আবার স্কুল যেতে পারবে।’’ উল্লেখ্য, এর আগে কমবয়সিদের টিকা হিসেবে শুধুমাত্র ভারত বায়োটেক সংস্থার কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেয় কেন্দ্র। কর্বিভ্যাক্সকে জরুরিকালীন ব্যবহারে ছাড় দেওয়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইটে লেখেন, ‘কোভিড-১৯ এর বিরুদ্ধে আমাদের যুদ্ধ আরও দৃঢ় করল এই টিকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid 19, #vaccine, #covid vaccine, #Corbevax

আরো দেখুন