দেড় মাস পর আবার খুলল বেলুড় মঠ
প্রায় দেড় মাস পর আবার খুলে গেল বেলুড় মঠ(Belur Math Open)। গত ২৬ ডিসেম্বর স্বামীজীর জন্মতিথি পালনের পর কোভিডের কারণে বন্ধ হয়ে যায় বেলুড়। বুধবার থেকে সাধারণ মানুষের জন্য আবারও খুলে গেল বেলুড় মঠ(Belur Math Opening Time)।
গত ২৭ ডিসেম্বর থেকে রাজ্যা করোনার প্রকোপ বেড়ে যাওয়া এবং বেলুড় মঠে বেশি জনসমাগমের কারণে অনির্দিষ্টকালের জন্য মঠ বন্ধ রাখার সিদ্দান্ত নেয় কর্তৃপক্ষ। প্রথমে ১৩ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার কতা ভাবলেও পরবর্তীকালে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।
বেলুড় মঠের অছি পরিষদের বৈঠকে বুধবার ২৩ ফেব্রুয়ারি থেকে সমস্ত রকম কোভিডবিধি মেনে ভক্তদের জন্য খুলে গেল বেলুড় মঠ। প্রতিদিন সকাল ৭টা থেকে ১১টা এবং বিকেল সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে বেলুড় মঠ। এই সময়ের মধ্যে ঠাকুর দর্শন ও মহারাজ প্রণাম হলেও আরতি দেখা যাবে না বা কোনও প্রসাদের ব্যবস্থা থাকছে না। তবে আগামী ৪মার্চ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে ভক্তদের জন্য সময়সীমা বাড়ানো এবং প্রসাদ বিতরণ করা হবে বলে জানা যাচ্ছে। দীর্ঘদিন পর বেলুড় মঠ খোলায় খুশি ভক্ত থেকে সাদারণ মানুষেরা।