রাজ্য বিভাগে ফিরে যান

দেউচা পাচামি: আজ জমিদাতাদের চেক ও চাকরির নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

February 23, 2022 | 2 min read

আজ বুধবার নবান্ন সভাঘরের শিল্প বৈঠক থেকেই শুরু হবে দেউচা-পাঁচামি প্রকল্পে জমিদাতাদের ক্ষতিপূরণ ও চাকরির নিয়োগপত্র দেওয়ার কাজ। সরকার ঘোষিত প্যাকেজ মোতাবেক  জমিদাতাদের কয়েকজনের হাতে আজ ক্ষতিপূরণের চেক ও চাকরির নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহৎ এই খনি প্রকল্পের বাস্তবায়নকে পাখির চোখ করেছেন মমতা। কিন্তু কিছু রাজনৈতিক দল ও সংগঠনের বিক্ষোভ এবং এলাকার মানুষের একাংশের আপত্তি যাতে এই উন্নয়নের পরিকল্পনায় বাধা না হয়ে দাঁড়ায় সেজন্য বাড়তি সক্রিয় হয়েছেন মুখ্যমন্ত্রী। আজকের কর্মসূচি তাঁর সেই উদ্যোগেরই নমুনা বলে মনে করা হচ্ছে। তবে পুরভোট ও বিধানসভার অধিবেশনের ঝক্কি মিটিয়ে মার্চের মাঝামাঝি সরাসরি দেউচা গিয়ে এলাকার মানুষকে ভরসা দিতে যাওয়ার কথা রয়েছে মমতার। এপ্রিল মাসেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বাংলাকে আরও উন্নয়নমুখী করে তুলতে মুখ্যমন্ত্রীর এখন প্রধান লক্ষ্য রাজ্যে বিনিয়োগ টানা। তাই তার আগে রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ওয়েস্টবেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন তিনি। সেই বৈঠকের পর নবান্ন সভাঘরে দেউচা-পাঁচামির জমিদাতাদের হাজির করা হবে।

প্রায় ৫০ থেকে ৬০জন জমিদাতাকে এজন্য ওখান থেকে আনা হচ্ছে সরকারি উদ্যোগে। এঁদের মধ্যে ৩১জনের হাতে তুলে দেওয়া হবে জমির দাম বাবদ ক্ষতিপূরণের চেক। ২৪জনকে দেওয়া হবে পুলিসের চাকরির নিয়োগপত্র। বহুদিন ধরে সরকারি জমিতে বসবাস করছেন এমন কয়েকজনের হাতে চাকরির নিয়োগপত্রের পাশাপাশি তুলে দেওয়া হবে পাট্টার কাগজ। উল্লেখ্য, সোমবার জমিদাতাদের জন্য বাড়তি কিছু সুবিধা ক্ষতিপূরণের প্যাকেজ আরও আকর্ষণীয় করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণা অনুযায়ী, ওখানে প্রতি বিঘা জমির জন্য ১৩ লক্ষ টাকা দাম দিচ্ছে রাজ্য। দেউচা-পাঁচামি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কোল ব্লক। এই কোল ব্লক ছড়িয়ে রয়েছে বীরভূমের মহম্মদবাজার ব্লকের প্রায় ৩৪০০ একর জমির উপর। প্রায় ১১৯৮ মিলিয়ন টন কয়লা মজুত আছে। এই প্রকল্পে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে। কর্মসংস্থান সৃষ্টি হবে প্রায় ১ লক্ষ। যার মধ্যে ১০০০ একর রাজ্যের হাতেই রয়েছে। দ্রুত কাজ শুরু করতে উদ্যোগী রাজ্য। এই প্রকল্পের জন্য জমির দাম ছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে মমতা এই এলাকা থেকে ৫ হাজার ১০০জনকে পুলিসের জুনিয়ার ও সিনিয়র কনস্টেবল পদে চাকরি দেওয়ার ঘোষণা করেছেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #job, #cheque, #Deucha Pachami, #Offer letter

আরো দেখুন