দুয়ারে সরকার: প্রথম দফার ক্যাম্পে আবেদন ২৩ লক্ষাধিক
প্রথম পর্যায়ে দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন জমা নেওয়া হয়েছে গত সোমবার পর্যন্ত। আবেদন জমা পড়েছে ২৩ লক্ষের বেশি। সবথেকে বেশি আবেদন জমা পড়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য—প্রায় ছ’লক্ষ। গতবারের মতো এবারও মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ ছিল লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে। এই প্রকল্পে আবেদন করেছেন প্রায় সাড়ে পাঁচ লক্ষ মহিলা। এছাড়া খাদ্যসাথী প্রকল্পে আবেদনকারীর সংখ্যা প্রায় ৩ লক্ষ। আড়াই লক্ষ আবেদন জমা পড়েছে কৃষকবন্ধু প্রকল্পের জন্য। দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন নেওয়া হচ্ছে দু’দফায়। প্রথম দফায় নেওয়া হয়েছে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ১-৭ মার্চ নেওয়া হবে দ্বিতীয় দফায়। জাতিগত শংসাপত্রের জন্য আবেদন করেছেন এক লক্ষ নরনারী।
দুয়ারে সরকার ক্যাম্পে এলাকার বাচ্চাদের পুষ্টির ঘাটতি সম্পর্কেও খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রত্যেক জেলায় খোলামেলা পরিবেশেই দুয়ারে সরকার ক্যাম্পগুলি হচ্ছে। তার ফলে কোভিড বিধি আরও ভালোভাবে মেনে চলা সম্ভব হয়েছে। স্বাস্থ্য শিবির করা হয়েছে প্রায় অধিকাংশ ক্যাম্পেই। চক্ষু, ডায়াবেটিস, হাইপারটেনশন প্রভৃতি নানা বিষয়ে নাগরিকদের পরীক্ষা করা হয়েছে। কোভিড টিকাকরণেরও ব্যবস্থা আছে ক্যাম্পগুলিতে।