পাঠান লুকে বিজ্ঞাপনে ‘প্রত্যাবর্তন; বাদশার, নেটমহলে প্রশংসার বন্যা
শাহরুখ খান(Shah Rukh Khan), নাম হি কাফি হ্যায়। সত্যিই তাঁর নামই যথেষ্ট তাঁর ফ্যানেদের কাছে। আরিয়ানের নাম মাদক কাণ্ডে জড়ানোর পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন না বলিউডের বাদশা (Badshah in Bollywood)। কিছুদিন আগে তাঁর প্রযোজনায় একটি ছবির ট্রেলার পোস্ট করেছিলেন। তবে এবার তাঁর ফ্যানেদের চমকে দিয়ে পোস্ট করলেন তাঁর নয়া বিজ্ঞাপনের ভিডিও।
মুহূর্তেই ভাইরাল(Viral) হয়ে যায় সেই ভিডিও। টুইটারে ট্রেন্ডিং হতে থাকে #Pathan, #ShahRukhKhan, #WelcomeBackKingSRK। বিজ্ঞাপনে পাঠানের লুকে ধরা দেন শাহরুখ, যে লুক মনে করায় ডন-টু ছবির শাহরুখকে। অ্যাকশনে ভরপুর সেই ভিডিও, চলন্ত ট্রেনে স্টান্ট করতে দেখা যাচ্ছে অভিনেতাকে। স্টাইল আর অ্যাটিটিউডে সোস্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন কিং খান। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নাম তো সুনা হোগা মেরি জান? এক সফট নয় তুফান বলে।’
তাঁর আগামী ছবি ‘পাঠান’-এ এই লুকেই ধরা দেবেন শাহরুখ। সেই ভিডিও শেয়ার করে ফ্যানেরা লিখছেন, ‘তুফান আ গয়া’। কেউ কেউ আবার পাঠান তাড়াতাড়ি রিলিজ করার আর্জিও জানান কিং খানের কাছে।