রাজ্য বিভাগে ফিরে যান

‘জয় বাংলা’ প্রকল্পের অধীনে ৬৫ লক্ষের বেশি মানুষ, বিরাট সাফল্য রাজ্যর

February 24, 2022 | 2 min read

ছবি: প্রতীকী

গত দু্’বছরে ৬৫ লক্ষেরও বেশি মানুষেকে ‘জয় বাংলা’ প্রকল্পের আওতায় এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর মাধ্যমে মূলত বয়স্ক, বিশেষভাবে সক্ষম ও বিধবাদের পাশে দাঁড়ায় রাজ্য। প্রত্যেককে প্রতি মাসে দেওয়া হয় ১০০০ টাকা করে আর্থিক সহায়তা।

২০২০ সালের মার্চ মাসে মোট ন’টি প্রকল্পকে নিয়ে আসা হয় ‘জয় বাংলার’ অধীনে। সবক্ষেত্রেই আর্থিক সহায়তা বাড়িয়ে করা হয় এক হাজার টাকা। ‘জয় বাংলার’ আওতায় আনা হয় তফসিলি বন্ধু, জয় জোহার, মানবিক, লোকপ্রসার প্রকল্প, বয়স্ক আর্টিজন ও তাঁতিদের ভাতা, বিধবা ভাতা, বয়স্কদের ভাতা, বয়স্ক চাষিদের পেনশন ও প্রবীণ মৎস্যজীবীদের ভাতা প্রদানের প্রকল্পকে। এরমধ্যেই শুরু হয় করোনা পর্ব। সেই সময় এই প্রকল্পের মাধ্যমে বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের পাশে দাঁড়ায় রাজ্য। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে সংশ্লিষ্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে টাকা। কঠিন পরিস্থিতিতে কিছুটা হলেও স্বাভাবিক হয় তাঁদের জীবনযাত্রা।

নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের অধীনে এখন ১৬ লক্ষ ৮৯ হাজার ৬৫৭ জন প্রবীণ মাসে এক হাজার টাকা করে পেনশন পান। এই দপ্তর ৭, ৫৬৪ জনকে বিধবা ভাতা দেয়। আবার, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর আরও ১৪ লক্ষ বয়স্ক মানুষকে এই সহায়তা দেয়। এই দপ্তর আবার সাড়ে সাত লক্ষ মানুষকে বিধবা ভাতাও দেয়। নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের অধীনে‌ ২০১৯ সালের এপ্রিল মাসে পেনশন পেতেন ৮৩,৭৩৮ জন প্রবীণ মানুষ। এই সংখ্যা এখন গিয়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৮৯ হাজার ৬৫৭ জনে।
২০১৯ সালের এপ্রিল মাসে ৪৪,২৪৪ জন বিশেষভাবে সক্ষম মানবিক প্রকল্পের এই সহায়তা পেতেন। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭ হাজার ১৮২। এবার এই প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আরও ১,২২৫টি আবেদন জমা পড়েছে। রাজ্যের এক আধিকারিক জানান, দুয়ারে সরকার ক্যাম্পের পরে ‘জয় বাংলা’ প্রকল্পের অধীনে সহায়তা প্রাপকের সংখ্যা আরও বাড়বে।

২০১৯ সালের এপ্রিল মাসে ৪৪,২৪৪ জন বিশেষভাবে সক্ষম মানবিক প্রকল্পের এই সহায়তা পেতেন। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭ হাজার ১৮২। এবার এই প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আরও ১,২২৫টি আবেদন জমা পড়েছে।

রাজ্যের এক আধিকারিক জানান, দুয়ারে সরকার ক্যাম্পের পরে ‘জয় বাংলা’ প্রকল্পের অধীনে সহায়তা প্রাপকের সংখ্যা আরও বাড়বে।


এই মুহূর্তে তফসিলি বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রায় ১০ লক্ষ ২১ হাজার বয়স্ক মানুষ মাসিক ভাতা পাচ্ছেন। জয় জোহার প্রকল্প হল তফসিলি উপজাতিদের জন্য। এই প্রকল্পের আওতায় রয়েছেন প্রায় ২ লক্ষ ৮০ হাজার মানুষ। রাজ্য লোকপ্রসার প্রকল্পে প্রায় ৩০ হাজার শিল্পী মাসে পান এক হাজার টাকা করে। ‘জয় বাংলা’ প্রকল্পের অধীনে ৮৮ হাজার বয়স্ক চাষিকে প্রতিমাসে সহায়তা প্রদান করে কৃষিদপ্তর। ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র শিল্প দপ্তরের মাধ্যমে প্রায় ৯ হাজার ২০০ বয়স্ক আর্টিজন ও তাঁতিদের ভাতা দেওয়া হয়। তাঁদের মধ্যে বয়স্ক তাঁতি হলেন ৬ হাজার এবং আর্টিজন ৩,২০০ জন। কয়েক হাজার বয়স্ক মৎস্যজীবীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয়।

রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা জানান, ‘জয় বাংলা’ দেশের অন্যতম সামাজিক সুরক্ষা প্রকল্প। কোভিড পরিস্থিতিতে রাজ্যের আর্থিক হাল খারাপ হওয়া সত্ত্বেও এই প্রকল্প চালিয়ে যাওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bengal, #jai bangla

আরো দেখুন