রাজ্য বিভাগে ফিরে যান

পুরুলিয়া অস্ত্রবর্ষণ: কিম ডেভির প্রত্যর্পণের সবুজ সঙ্কেত দিল ডেনমার্কের প্রতিনিধিদল

February 24, 2022 | 2 min read

পুরুলিয়া অস্ত্রবর্ষণ মামলায় মূল অভিযুক্ত ডেনমার্কের নাগরিক নিয়েলস হলক ওরফে কিম ডেভির প্রত্যর্পণের ‘মূল বাধা’ দূর হল। কলকাতায় এসে নগর দায়রা আদালতের ‘বিচারভবন’ পরিদর্শন করে সন্তুষ্ট সে দেশের প্রতিনিধিরা। বুধবার সকালে এক মহিলা সহ ডেনমার্কের ছয় প্রতিনিধি বিচারভবন পরিদর্শনে আসেন। তাঁদের সঙ্গে ছিলেন সিবিআই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রকের প্রতিনিধি এবং নবান্নের এক আধিকারিক। মোট ৪৫ মিনিটের পরিদর্শন পর্বে আদালতের মুখ্য বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলালের সঙ্গে ২০ মিনিটের ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেন তাঁরা। সূত্রের খবর, বিচারভবনের এজলাস, কোর্ট লক আপ, পার্কিং জোন এবং আনুষাঙ্গিক অন্যান্য পরিকাঠমো খুঁটিয়ে দেখেছেন ডেনমার্কের প্রতিনিধিরা। পরিদর্শন ও বৈঠক শেষে ভারতকে কিম ডেভির প্রত্যর্পণের বিষয়ে ড্যানিস কর্তারা কার্যত সুবজ সঙ্কেত দিয়েছেন বলে সূত্রের খবর। পরিদর্শন পর্বে নিজেদের সন্তুষ্টির রিপোর্ট নয়াদিল্লিকে সামনের সপ্তাহেই জানাবে ডেনমার্ক কর্তৃপক্ষ। তারপরই চূড়ান্ত হবে ডেভির প্রত্যর্পণের দিনক্ষণ। নগর দায়রা আদালতের রুদ্ধদ্বার কক্ষেই চলবে পুরুলিয়া অস্ত্রবর্ষণ মামলার বিচার। ওয়াকিবহাল মহলের বক্তব্য, ভারতীয় জেল ও বিচারকক্ষের বেহাল দশার যে অজুহাত সামনে রেখে এতদিন নিজের প্রত্যর্পণ কিম আটকে রেখেছিলেন, এদিন ডেনমার্ক কর্তৃপক্ষের সন্তুষ্টি তাকেই খণ্ডন করে দিয়েছে।

ডেনমার্ক প্রতিনিধিদের পরিদর্শনকে কেন্দ্র করে এদিন নগর দায়রা আদালতে ছিল কড়া নিরাপত্তা। মাছি গলারও উপায় ছিল না। কলকাতা পুলিসের সঙ্গেই স্পেশাল ব্রাঞ্চ ও অন্যান্য নিরাপত্তা এজেন্সির লোকজনও ছিলেন পাহারায়। সকাল সওয়া ১০টা নাগাদ বিশাল কনভয় নিয়ে আদালত চত্বরে আসেন প্রতিনিধিরা। প্রথমে প্রতিনিধিরা যান মুখ্য বিচারকের চেম্বারে। সেখানে ডেনমার্কের প্রতিনিধিদের সঙ্গে মুখ্য বিচারকের নেতৃত্বে বৈঠকে বসেন ভারতীয় প্রতিনিধিরা। বৈঠক শেষে আদালতের রেজিষ্ট্রার কৌশিক কুণ্ডু ডেনমার্কের প্রতিনিধিদের বিচারকক্ষ, এজলাস, কোর্ট লক আপ সহ বিচারভবনের আশপাশ ঘুরিয়ে দেখান। তাঁদের সঙ্গে ছিলেন আদালতের নিরাপত্তার দায়িত্বে থাকা কোর্ট ইনসপেক্টর। পরিদর্শনের এই পর্বে ডেনমার্কের প্রতিনিধিরা জেনে নেন, আদালতের কোন গেট দিয়ে নির্বিঘ্নে নিয়ে আসা যাবে কিম ডেভিকে। জানতে চান, বেরনোর গেটই বা কোনটি! সূত্রের খবর, গঙ্গার পাড় ধরে ব্যাঙ্কশাল-নগর দায়রা আদালতের চার নম্বর গেট দিয়ে নিয়ে আসা হবে পুরুলিয়া অস্ত্রবর্ষণ মামলার মূল ষড়যন্ত্রীকে। প্রসঙ্গত, পুরুলিয়া অস্ত্রবর্ষণের ঘটনায় কিম ডেভিকে ভারতে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে তদন্তকারী সংস্থা সিবিআই। ঘটনার দীর্ঘ ২৭ বছর পরে অবশেষে তাতেই সিলমোহর পড়তে চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Denmark, #purulia arms case, #Kim Davy

আরো দেখুন