রাজ্য পুলিশ দিয়েই হবে পুরভোট, আজ আদালতকে জানাবে নির্বাচন কমিশন
কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশ দিয়েই ১০৮টি পুরসভার ভোট করাতে চায় রাজ্য নির্বাচন কমিশন। বুধবার রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর কমিশন এমনই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার আদালতে নিজেদের সিদ্ধান্তের কথা জানাবে কমিশন।
রাজ্যে পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। সেই মামলার শুনানিতে আদালত জানতে চায়, কমিশনকে নির্দেশ দেওয়ার এক্তিয়ার তাদের রয়েছে কি না। সঙ্গে কমিশনকেও বাহিনী নিয়ে তাদের মত জানাতে বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
বাহিনী নিয়ে সিদ্ধান্ত নিতে বুধবার উচ্চ পর্যায়ের বৈঠক ডাকে রাজ্য নির্বাচন কমিশন। বৈঠকে হাজির ছিলেন ডিজি, স্বরাষ্ট্র সচিব ও আইজিরা। তার আগে জেলাশাসকদের কাছ থেকে জেলার আইনশৃঙ্খলার অবস্থা জানতে চান কমিশনের আধিকারিকরা। সব কিছু খতিয়ে দেখে রাজ্য পুলিশ দিয়ে পুরভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
ওদিকে বিরোধীদের দাবি, এটাই প্রত্যাশিত ছিল। রাজ্য নির্বাচন কমিশন এখন রাজ্য সরকারের নির্দেশে পরিচালিত হয়। ফলে সরকার অখুশি হবে এমন কোনও সিদ্ধান্ত তারা নেবে না। বিজেপি সূত্রে খবর, কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে আদালত পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর আবেদন খারিজ করলে সুপ্রিম কোর্টে যেতে পারে তারা।