রাজ্য বিভাগে ফিরে যান

গত ২৪ ঘন্টায় নিম্নমুখী বাংলার কোভিড গ্রাফ, কমল দৈনিক সংক্রমণ, পজিটিভিটি রেট

February 24, 2022 | < 1 min read

ফের নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। কমল দৈনিক সংক্রমিত এবং মৃতের সংখ্যা। স্বাভাবিকভাবেই কমল পজিটিভিটি রেটও।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৪৬ জন। যা বুধবারের তুলনায় যথেষ্ট কম। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। সেখানে আক্রান্ত ৫০ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে দক্ষিণবঙ্গের এই জেলায় সংক্রমিত ৩৫ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ১৪ হাজার ৩০৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমে দাঁড়াল ৬ জন। দৈনিক মৃত্যুর নিরিখেও শীর্ষে তিলোত্তমা। সেখানে প্রাণ গিয়েছে ৩ জন। হাওড়া, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ১ জন করে বাকি তিনজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত বঙ্গ মোট ২১ হাজার ১৬৫ জনকে করোনায় হারিয়েছেন। মৃত্যুহার ১.০৫ শতাংশ।

তবে এই পরিস্থিতিতে সকলকে স্বস্তি জোগাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় ৭২৬ জন সুস্থ হয়েছেন। তার ফলে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৯০ হাজার ৯৮০ জন। সুস্থতার হার ৯৮.৮৪ শতাংশ।করোনাকে দূর করতে নমুনা পরীক্ষা এবং টিকাকরণের উপর বেশি জোর দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৮০৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৪১ লক্ষ ৭ হাজার ৫২টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৮০ শতাংশ।

টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনা টিকা পেয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ৮৩০ জন। তার মধ্যে ১৯ হাজার ৪২৯ জন পেয়েছেন টিকার প্রথম ডোজ এবং বাকি ২ লক্ষ ২৭ হাজার ৯১৪ জন পেয়েছেন দ্বিতীয় ডোজ। করোনা গ্রাফ নিম্নমুখী ঠিকই। তবে কোভিডবিধি মেনে চলার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা। নইলে ফের বড়সড় বিপদের আশঙ্কাও করছেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Corona Virus, #covid-19, #Covid Update

আরো দেখুন