দেশ বিভাগে ফিরে যান

ইউক্রেন নিয়ে উদ্বেগ প্রকাশ দুরস্ত, উল্টে রাশিয়াকেই সমর্থন সিপিএমের

February 25, 2022 | < 1 min read

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন নিয়ে উদ্বেগ প্রকাশ।

তবে সরাসরি রাশিয়ার নিন্দা নয়। এমনই অবস্থান নিল সিপিএম। ইউক্রেন নিয়ে বিবৃতিতে সিপিএম জানিয়েছে, ‘‌রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সশস্ত্র সংঘর্ষ নিয়ে সিপিএম গভীরভাবে উদ্বিগ্ন। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যেভাবে সামরিক পদক্ষেপ করেছে সেটা দুর্ভাগ্যজনক। যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানো হোক।’‌ যদিও রাশিয়ার পদক্ষেপের পিছনে যুক্তি খাঁড়া করার চেষ্টা করেছে সিপিএম। বামপন্থীদের বক্তব্য, আমেরিকা এবং ন্যাটোর বেশ কিছু পদক্ষেপ রাশিয়াকে সামরিক পদক্ষেপ করতে বাধ্য করেছে। সিপিএম বলেছে, ‘‌সোভিয়েতের পতনের পর আমেরিকার মদতে ন্যাটো পূর্ব ইউরোপে ধীরে ধীরে নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। তাছাড়া ইউক্রেনকেও যেভাবে ন্যাটোর অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছিল সেটা রাশিয়ার নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠছিল। ন্যাটো যেভাবে পূর্ব ইউরোপে বাহিনী এবং মিসাইল মোতায়েন করেছিল, সেটা নিয়েও রাশিয়া উদ্বিগ্ন। সুতরাং রাশিয়া যে সামরিক নিরাপত্তার দাবি করছে সেটা পুরোপুরি বৈধ।’‌ এটা ঘটনা, রাশিয়ার ইউক্রেন দখলের চেষ্টাকে অন্যায় বলে মনে করছে না সিপিএম। বামেদের সাফ কথা আমেরিকা এবং ন্যাটোর অনড় মনোভাব জটিলতা বাড়িয়েছে। শান্তি ফেরাতে হলে সবমহলকে সচেষ্ট হতে হবে। পাশাপাশি ভারত সরকারের কাছে বামেদের আবেদন, ইউক্রেনে আটকে থাকা হাজার হাজার ভারতীয়দের যত দ্রুত সম্ভব ফেরানো হোক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Vladimir Putin, #Russia Ukraine Conflict, #sitaram yechury

আরো দেখুন