রাশিয়ার ইউক্রেন আক্রমণের জের, ভারতে বাড়তে পারে বহু জিনিসের দাম
শুক্রবার দ্বিতীয় দিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Eucraine war)। এখনো লাগাতার যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের জেরে টান পড়তে চলেছে মধ্যবিত্ত বাঙালির হেঁসেলে। কারণ দাম বাড়ছে একাধিক ভোগ্যপণ্যের । সানফ্লাওয়ার তেল এবং সোয়াবিন তেলের দাম ইতিমধ্যেই বেড়ে গিয়েছে। কারণ এই দুই প্রকার ভোজ্য তেল তৈরির কাঁচামালের ৭০% ইউক্রেন থেকে এদেশে আমদানি করা হয়। ফলে যুদ্ধের সরাসরি প্রভাব পড়তে চলেছে কাঁচামাল আমদানির ক্ষেত্রে। স্বাভাবিকভাবেই কাঁচামালের অভাবে এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে সানফ্লাওয়ার এবং সোয়াবিন তেলের।
শুধু ভোজ্য তেলই নয়, দাম বাড়তে চলেছে গম, সাবু এবং বার্লিরও। কারণ গম রফতানিতে রাশিয়ার স্থান বিশ্বে প্রথম এবং ইউক্রেন চতুর্থ। অন্যদিকে সারা বিশ্বের অধিকাংশ বার্লি রফতানি হয় ইউক্রেন থেকে। ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে গোটা বিশ্বেই খাদ্য দ্রব্যের দাম বাড়তে চলেছে।
তাছাড়া বিশেষজ্ঞদের আশঙ্কা, এই যুদ্ধের জেরে যুদ্ধে সিএনজি, পিএনজি-র মতো জ্বালানির দামও অনেকটাই বাড়তে পারে ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেই ভারতে পেট্রোল, ডিজেলের দাম আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে ফের দাম বাড়তে চলেছে পেট্রোল- ডিজেলের।