করোনায় ভারতে ১৯ লক্ষ শিশু অন্তত একজন অভিভাবককে হারিয়েছে, বলছে আন্তর্জাতিক সমীক্ষা
দফায় দফায় করোনার ঢেউয়ে মৃত্যু মিছিল দেখেছে বিশ্ব। কেউ হারিয়েছেন পরিবার, কেউ বাবা-মাকে। বিশ্বজুড়ে ৫০ লক্ষ শিশু হারিয়েছে বাবা-মা অথবা অভিভাবককে। তার মধ্যে ভারতে অন্তত ১৯ লক্ষ শিশু বাবা-মা বা অভিভাবকে হারিয়েছে। সদ্য ল্যানসেট পত্রিকায় এক সমীক্ষা রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে। ২০২০ সালের ১ মার্চ থেকে ৩১ অক্টোবর, ২০২১ পর্যন্ত সময়কালের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। তবে প্রথম ১৪ মাসের তুলনায় শেষ ছ’মাসে মৃত্যু হয়েছে অনেক বেশি।
কোভিডের প্রকোপ কমছে দেশে। ধারাবাহিকভাবে নামছে সংক্রমণের হার। এমন অবস্থায় দেশে করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কোভিড বিধি শিথিল করার বিষয়টি ভেবে দেখতে পরামর্শ দিয়েছে। করোনার কারণে সামাজিক, ক্রীড়া, বিনোদন, শিক্ষা, নৈশ কার্ফু সংক্রান্ত সব বিধি-নিষেধ শিথিল করার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব অজয় ভাল্লা এক চিঠিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জানিয়েছেন, ‘দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমছে। কমেছে পজিটিভিটি রেট। অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করতে করোনা সংক্রান্ত ঝুঁকির বিষয়টি বিবেচনা করে বিভিন্ন প্রতিষ্ঠান খোলার ব্যবস্থা করতে হবে।’
যদিও স্বরাষ্ট্র মন্ত্রক কোভিড সংক্রান্ত প্রাত্যহিক আচরণ কড়া ভাবে পালনের পক্ষপাতী। সে কথাও রাজ্যকে জানানো হয়েছে। যেমন, আগের মতোই সামাজিক দূরত্ব বিধি, মাস্ক-স্যানিটাইজার ব্যবহার ও হাতধোয়ার বিষয়গুলি নিয়মিত মেনে চলতে হবে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৩ হাজার ১৬৬ জন। মৃত্যু হয়েছে ৩০২ জনের। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী নিয়মিত হারে কমছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা।