পুরভোটে হার নিশ্চিত জেনে বুথে বুথে ইভিএম ভাঙচুর বিজেপির
কিছুদিন আগেই ইভিএম ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। আর সকাল থেকে বিভিন্ন বুথে সেই পথেই চলছে গেরুয়া সমর্থকরা।
ভোট শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই বারাসত থেকে বসিরহাট, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত দাঙ্গার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর বিজেপির দিকে।
বসিরহাটের ৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুজয় চন্দ্র পুলিশের সামনে ইভিএম ভাঙচুর করেছেন বলে অভিযোগ। সেক্টর অফিসার বলেন, তিনি বুথে এসে দেখেন ভেতরে ভোটারদের লাইন নেই, তাকে চলে যেতে বলা হয়, তখনই কিছু লোক ঢুকে ইভিএমে ভাঙচুর করে। এই ঘটনার আগে ৩০টার মতো ভোট পড়ে। ঘটনাস্থলে পুলিশ সাময়িকভাবে বুথ বন্ধ রেখেছে।
বসিরহাটের মতো, বারাসাতেও ইভিএম ভাঙচুরের অভিযোগ বিজেপির দিকে। ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শ্যামলী দাস অভিযোগ করেন যে তার এজেন্টকে মারধর করা হয়েছে। এরপর তারা ইভিএমে ভাঙচুর চালায়। সোনারপুরেও ইভিএম ভাঙচুরের অভিযোগ এসেছে।
একের পর এক বুথে ইভিএম ভাঙায় কাঠগড়ায় বিজেপি। এখন প্রশ্ন উঠছে এই অশান্তির পরিকল্পনার ছক কি আগে থেকেই কষে রেখেছিল গেরুয়া শিবির? অর্জুনের হুঁশিয়ারি অন্তত সেদিকেই ইঙ্গিত করছে।