রাজ্য বিভাগে ফিরে যান

বিক্ষিপ্ত উত্তেজনা হলেও নির্বিঘ্নেই মিটল পুরভোট, সন্ত্রাসের অভিযোগ বিরোধীদের

February 27, 2022 | 11 min read

বাংলার ১০৮ পুরসভায় পুরভোট মিটল নির্বিঘ্নেই। বিরোধীরা সন্ত্রাস এবং ছাপ্পা ভোটের অভিযোগ করলেও কয়েকটা জায়গা ছাড়া হিংসার খবর পাওয়া যায়নি অধিকাংশ জেলায়। বুথে বুথে লম্বা লাইন ছিল চোখে পড়ার মত। যদিও, উত্তর দমদম, কাঁথি, কামারহাটি, ভাটপাড়ায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি।

পুরভোটে যে মানুষের রায় দলের বিপক্ষে যাবে, একপ্রকার বুঝেই গেছিল বিজেপি শিবির। তাই সকাল থেকেই বেশ কিছু জায়গায় গেরুয়া প্রার্থীরা ইভিএম ভাঙচুর করে। পাশাপাশি, বেশ কিছু বুথে বিরোধীদের মারধর করার অভিযোগ ওঠে শাসক শিবিরের বিরুদ্ধে। উত্তর দমদমে আক্রান্ত হয় সংবাদমাধ্যমও।

কিন্তু দিনের শেষে, মোটের ওপর শান্তিতেই সম্পন্ন হল ভোটগ্রহণ প্রক্রিয়া। বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৭৬.৫১%।

লাইভ আপডেট

৪.৪৯: বিকেল ৫টায় ভোট দিলেন জিয়াগঞ্জের আজিমগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরিজিৎ সিংহ। স্ত্রীকে নিয়ে স্কুটিতে করে ভোট কেন্দ্রে আসেন তিনি।

৪.৪৯: রাজনৈতিক সৌজন্য। কামারহাটির ২৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অদ্রি রায় আক্রান্ত। কামারহাটি হাসপাতালে তাঁকে দেখতে গেলেন মদন মিত্র।

৪.৪৮: রামপুরহাটে ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রশ্মি দে গ্রেপ্তার।

৪.৪৫: ভোটের শেষলগ্নে ডালখোলায় উত্তেজনা। বহিরাগতদের জমায়েত সরাতে পুলিশের তাড়া, লাঠিচার্জ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট। নির্দল প্রার্থীর বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ

৪:২১: রাজ্যের ১০৮টি পুরসভার ভোটগ্রহণ পর্বে আজ দুপুর ৩ টে পর্যন্ত মোট ভোট পড়েছে ৬৫.২০ শতাংশ। আলিপুরদুয়ারে ৬৪.৬৯ শতাংশ, বাঁকুড়ায় ৬৭.৫১ শতাংশ, বীরভূমে ৭১.২৬ শতাংশ, কোচবিহারে ৬৫.২৭ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৬৭.৮৬ শতাংশ, দার্জিলিংয়ে ৪৭.৮৪ শতাংশ, হুগলিতে ৬২.৮৯ শতাংশ, হাওড়ায় ৬৬.৭৭ শতাংশ, জলপাইগুড়িতে ৬৬.৬০ শতাংশ, ঝাড়গ্রামে ৬৫.২৪ শতাংশ, মালদহে ৬৮.৯৮ শতাংশ, মুর্শিদাবাদে ৭৩. ০৯ শতাংশ, নদীয়ায় ৬৮.২৫ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৬৩.৭৩ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৬৩.৩৩ শতাংশ, পূর্ব বর্ধমানে ৭১.৬৫ শতাংশ,পূর্ব মেদিনীপুরে ৭৫.৭৬ শতাংশ, পুরুলিয়ায় ৫৮.৭৯ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৬১.৭০ শতাংশ এবং উত্তর দিনাজপুরে ৬৯.৪৪ শতাংশ।

৪.১৪: ভোট চলাকালীন বুথে ঢুকে ইভিএম ভাঙচুরের পাশাপাশি বোমাবাজি করার অভিযোগে উত্তেজনা রেল শহর খড়্গপুরে। পরে এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে। সাময়িক ভাবে বন্ধ হয় ভোটগ্রহণ।

৩.৫০: বিষ্ণুপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ড, ১৪ নম্বর ওয়ার্ড ও ২ নম্বর ওয়ার্ড থেকে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে ভোটে অশান্তি পাকানোর অভিযোগ রয়েছে

.১০: কাঁথি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে জালাল খাঁ বার আশুতোষ শিশুশিক্ষা কেন্দ্রের ৮৮ নম্বর বুথে ইভিএম ভাঙচুর। অভিযোগের তীর বিজেপির দিকেই।

৩.০০: দুপুর ৩টে পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৬৫ শতাংশ

২.৪৫: ফরাক্কার এসডিপিও ওয়াসিম খানের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ।

২.৩৭: দুপুর হতে হতেই কাঁথির ভোট ময়দান থেকে উধাও হয়ে গিয়েছে বিজেপি। বেশিরভাগ বুথ থেকে বাড়িমুখো হয়েছেন পোলিং এজেন্টরা। শুনশান রয়েছে বিজেপির ক্যাম্প অফিস

২.৩৩: বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ১০০ নম্বর বুথের কিছুটা দূরে বোমাবাজির অভিযোগ। অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

২.৩০: ময়নাগুড়ির ১ নম্বর ওয়ার্ডে ইভিএম মেশিন ভেঙে ফেলার অভিযোগ। বিজেপির প্রার্থী প্রণতি চন্দের স্বামী উজ্জ্বল কান্তি চন্দের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ

২.২৪: রাজ্যের ১০৮টি পুরসভার ভোটগ্রহণ পর্বে আজ দুপুর ১ টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৪৯.৯১ শতাংশ। আলিপুরদুয়ারে ৪৮.০৭ শতাংশ, বাঁকুড়ায় ৪৭.২৩ শতাংশ, বীরভূমে ৫৫.২৯ শতাংশ, কোচবিহারে ৪৮.০৪ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৫৩.০০ শতাংশ, দার্জিলিংয়ে ৩৬.২২ শতাংশ, হুগলিতে ৪৭.৭৫ শতাংশ, হাওড়ায় ৫২.০০ শতাংশ, জলপাইগুড়িতে ৫০.৪৫ শতাংশ, ঝাড়গ্রামে ৪৯.৬১ শতাংশ, মালদহে ৫০.৮৬ শতাংশ, মুর্শিদাবাদে ৫৬. ৮৯ শতাংশ, নদীয়ায় ৫১.৬৫ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৪৯.৬১ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৪৭.২২ শতাংশ, পূর্ব বর্ধমানে ৫৭.৫৯ শতাংশ,পূর্ব মেদিনীপুরে ৫৯.১৮ শতাংশ, পুরুলিয়ায় ৪২.১৩ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৪৬.৮৯ শতাংশ এবং উত্তর দিনাজপুরে ৫৩.১৮ শতাংশ।

২.০০: ধুলিয়ান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে সাময়িক বন্ধ ভোটগ্রহণ। সকাল থেকে ঠিকমতো ভোটগ্রহণ হলেও বেলা সাড়ে দশটা নাগাদ সেখানে গণ্ডগোল শুরু হয়। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

১.৫৭: উত্তর দমদমে সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার ৩।

১.৫৬: কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের ঘটনায় ৫ জন আটক।

১.৫৫: সৌজন্যের রাজনীতি বালুরঘাট পুরসভার ১৯ নং ওয়ার্ডে। দুপুরের খাবার একসঙ্গে ভাগ করে নিলেন তৃণমূল, বিজেপি ও বাম প্রার্থীরা।

১.৪৭: কালনা শহরের ৯ নম্বর ওয়ার্ডে ইভিএম ভাঙচুরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বন্ধ রয়েছে ভোট প্রক্রিয়া।

১.৩০: ভাটপাড়ায় গ্রেপ্তার ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ও অর্জুনের আত্মীয় সঞ্জয় সিংহ। ইভিএম ভাঙচুরের হুমকি দেওয়ার গ্রেপ্তার সঞ্জয়।

১.২২: দুপুর ১টা পর্যন্ত রাজ্যে ১০৮টি পুরসভায় ভোটদানের হার ৫০%

১.২০: বহরমপুরে উত্তেজনা। সংঘর্ষে জড়াল কংগ্রেস ও তৃণমূল। হাতাহাতি, ঘুষোঘুষি পর্যন্ত গড়াল বচসা।

১:১৫: কামারহাটিতে বাইকবাহিনীর ‘তাণ্ডব’, স্থানীয় মানুষের তাড়া খেয়ে বাইক ফেলে চম্পট দুষ্কৃতীদের

১.১০: গঙ্গারামপুর গার্লস হাইস্কুলে ভোট দিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। গঙ্গারামপুর সহ জেলা জুড়ে এখন পর্যন্ত ভোটাররা শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পাড়ায় খুশি মন্ত্রী।

১.০৫: হরিণঘাটা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে রবীন্দ্রমোহন প্রাথমিক বিদ্যালয়ে ১৫৩ নম্বর বুথে ইভিএম ভাঙার অভিযোগে গ্রেফতার বিজেপি প্রার্থী সুরেশ শিকদার। পরাজয় জেনে ইভিএম ভাঙচুর, কটাক্ষ তৃণমূলের।

১.০৪: বেলা ১১ টা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগণার ৬টি পুরসভা মিলিয়ে মোট ভোট পড়ল ২৯.০৮ শতাংশ। এই পুরসভাগুলির মধ্যে ডায়মন্ড হারবার ৩৯.৭২ শতাংশ , জয়নগর-মজিলপুর ৩৩.১০ শতাংশ, বারুইপুরে ৩২.০৯ শতাং, রাজপুর-সোনাপুরে ২৪.৮১ শতাংশ, বজবজে ৩৯.০৩ শতাংশ, মহেশতলা ৩১.৮১ শতাংশ ভোট পড়েছে।

১.০৩: জঙ্গিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে রঘুনাথগঞ্জ হাইস্কুলের ৩টি বুথে ইভিএম ভাঙচুর

১২:১৫: বোলপুরে বাইকে চেপে ভোট দিতে গেলেন অনুব্রত মন্ডল

১২-১০: বেলা ১১টা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার ৭টি পুরসভায়, খড়গপুরে ২৮.৭ শতাংশ, মেদিনীপুরে ৩৫.৭১ শতাংশ,খড়ারে ৩২ শতাংশ, ঘাটালে ৩১ শতাংশ রামজীবনপুরে ৪৫ শতাংশ, চন্দ্রকোনাতে ৩৫ শতাংশ এবং ক্ষীরপাইয়ে ২৯ শতাংশ ভোট পড়েছে।

১২-০৫: মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ৩টি বুথে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

১২:০০: চাকদা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের দুর্গানগরে নেতাজি সুভাষ বিদ্যাপীঠে বহিরাগতদের তাণ্ডব

১১:৫৬: রাজ্যের ১০৮টি পুরসভার ভোটগ্রহণ পর্বে আজ বেলা ১১ টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৩৩.৫২ শতাংশ। আলিপুরদুয়ারে ৩১.৯২ শতাংশ, বাঁকুড়া ৩১.১৩ শতাংশ, বীরভূমে ৩৬.১৮ শতাংশ, কোচবিহারে ৩০.৭৩ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৩৪.০৪ শতাংশ, দার্জিলিংয়ে ২৩.৩৬ শতাংশ, হুগলিতে ৩১.৮১ শতাংশ, হাওড়ায় ৩৭.৪৬ শতাংশ, জলপাইগুড়িতে ৩২.১২ শতাংশ, ঝাড়গ্রামে ৩৩.১২ শতাংশ, মালদহে ৩৩.০৩ শতাংশ, মুর্শিদাবাদে ৩৮.৭৮ শতাংশ, নদীয়ায় ৩৪.৪২ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৩৩.৩২ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে শতাংশ, পূর্ব বর্ধমানে ৩৯.৪৭ শতাংশ,পূর্ব মেদিনীপুরে ৪২.১৬ শতাংশ, পুরুলিয়ায় ২৬.৪৪ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৩১.৬৩ শতাংশ এবং উত্তর দিনাজপুরে ৩৫.৭০ শতাংশ।

১১-৪৫: সকাল ১১ টা পর্যন্ত উত্তর ২৪ পরগনা জেলার ভোট দানের হার ৩৩ শতাংশ, নদীয়ার ১০টি পুরসভা মিলিয়ে মোট ৩৪.৪৬ শতাংশ, খড়্গপুরে ২৮ শতাংশ, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ, ইসলামপুর ও ডালখোলায় সব মিলিয়ে ৩৫.৫ শতাংশ।

১১-৪০: সকাল ১১টা পর্যন্ত রাজ্যের ১০৮ পুরসভায় ভোটদানের হার ৩৪ শতাংশ

১১:৩৩: কাঁথি পুরসভার ১৩ নং ওয়ার্ডের সেন্ট্রাল স্কুলের সামনে তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে মার বিজেপি-র।

১১:২০: কোচবিহারে ৬ নং ওয়ার্ডের বাইরে জমায়েত হঠাতে পুলিসের লাঠিচার্জ

১১:১৫: জঙ্গিপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ১৩৯/৪২ মুনিরিয়া গার্লস হাই মাদ্রাসায় বুথের পাশে বোমাবাজির অভিযোগ

১১:১২: শান্তিপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের মহিলা প্রার্থীকে মারধর, অভিযুক্ত সিপিএম

১১:১০: জলপাইগুড়ির ১২ নম্বর ওয়ার্ডে গণ্ডগোল। সাত নম্বর ওয়ার্ডের এক ভোটার ১২ নম্বর ওয়ার্ডে ভোট দিতে এলে বাঁধে গণ্ডগোল।

১১:০৫: বালুরঘাটের ১২ নম্বর ওয়ার্ডে, বালুরঘাট গার্লস স্কুলে ভোট কেন্দ্রের সামনে তৃণমূল-বিজেপি ও বামেদের প্রার্থীদের চা খেতে ও আড্ডা মারতে দেখা গেল। তৃণমূলের বিপ্লব খাঁ, বামেদের ধীরাজ বসু ও বিজেপির অভিষেক সেনগুপ্ত ও দলীয় কর্মীদের আড্ডা একেবারে জমে উঠেছে।

১১-০০: সৌমেন্দু অধিকারী বুথে বুথে ‘অবৈধভাবে’ ঘুরে বেড়াচ্ছেন— নির্বাচন কমিশনে মৌখিক ভাবে এই অভিযোগ জানালেন সুপ্রকাশ গিরি।

১০:৫৫: ভাটপাড়ায় পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ

১০:৫০: তমলুকে একটি ভোটগ্রহণ কেন্দ্রে ৯৫ বছরের নীলারানি সিংহকে ভোট দিতে সাহায্য করতে বুথের ভিতর নিয়ে যাচ্ছেন জনৈক পুলিস অফিসার

১০:৪৫: বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করল খড়্গপুর পুলিস। প্রসঙ্গত এলাকার ভোটার না হয়েও তিনি শনিবার রাতে খড়্গপুরের বাংলোয় আসেন। ওই রাতেই তাঁকে বাংলো ছাড়ার নোটিশ দেওয়া হয়।

১০:৪০: তমলুকে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৯.৯৬ শতাংশ, সাঁইথিয়ায় ১৬.৯০ শতাংশ, রামপুরহাটে ১৫.৭৪ শতাংশ, দুবরাজপুরে ১৮.৭৮ শতাংশ, বোলপুরে ১৫.২৫ শতাংশ

১০:৩৫: শান্তিপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে নির্বিঘ্নে চলছে ভোটগ্রহণ

১০:২৮: মেদিনীপুর টাউন স্কুলের ভোটকেন্দ্রের গেটে দুই বিপরীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী তথা একই বাড়ির দুই জামাই ভোটারদের পর্যবেক্ষণ করছেন।

১০:২৬: সকাল ৯ টা পর্যন্ত জেলার জলপাইগুড়ি, ময়নাগুড়ি মালবাজার তিন পুরসভার সার্বিকভাবে ১৬ শতাংশ ভোট পড়ল, বালুরঘাটে ১৫ শতাংশ, গুসকরায় ২০ শতাংশ

১০:২৫: সকাল ৯টা পর্যন্ত উঃ ২৪ পরগনা জেলার ভোট দানের হার ১৫.৮ শতাংশ, উলুবেড়িয়ায় ১৮.১৭ শতাংশ, ইংলিশবাজার ও পুরাতন মালদহে ১৭ শতাংশ, গঙ্গারামপুরে ১৮ শতাংশ

১০-২০: তমলুক পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে তিন প্রার্থী একসঙ্গে দেখা গেল। এই ওয়ার্ডে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন স্নিগ্ধা মিশ্র। বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন জয়া দাস নায়েক। সিপিএমের হয়ে লড়ছেন অমলেন্দু মহাপাত্র।

১০-১৭: হরিণঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে হরিণঘাটা মহাবিদ্যালয়ের ১৫৩ নম্বর বুথে ইভিএম মেশিন ভেঙে ফেলার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। ঘটনায় বিজেপি প্রার্থী সুরেশ সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিস। তবে ভোট মেমরির মেসিন অক্ষত রয়েছে। ভোট দেওয়ার মেশিন ভাঙা হয়।

১০-১৩: বিষ্ণুপুরের ১৩ নম্বর ওয়ার্ডে ১২১ নম্বর বুথে চার প্রার্থীর ভোট পর্যবেক্ষণ

১০-১০: উত্তর দমদম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী প্রণব রায়কে হেনস্থার অভিযোগ

১০-০৭:ময়নাগুড়ি গার্লস স্কুলে ১২ নম্বর ওয়ার্ডের ইভিএম খারাপ

১০-০৪: দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-মজিলপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূল ও কংগ্রেস প্রার্থীর মধ্যে বচসা, হাতাহাতি। দু’ পক্ষই একে অন্যের বিরুদ্ধে বহিগতদের এনে ভোট দেওয়ানোর অভিযোগ তোলে।

১০-০০: বহিরাগতদের বুথ জ্যামে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে টিটাগড়ের ১ নম্বর ওয়ার্ডে উত্তেজনা।

৯-৫৫: সকাল থেকেই শান্তিপূর্ণ ভোট ডানকুনি শহরজুড়ে। কোথাও কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে কার্যত উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ। আপাতত কোথাও পোলিং এজেন্ট বসতে না দেওয়ার মতো অভিযোগ আনেনি বিরোধীরা।

৯-৫০: রাজ্যের ১০৮ পুরসভায় সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ১৫.৬৬ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়ছে পূর্ব মেদিনীপুরে (১৯.৯৬শতাংশ)। সবচেয়ে কম ভোট পডল দার্জিলিংয়ে (১০ শতাংশ)।

৯-৪৫: রামপুরহাটের একাধিক ওয়ার্ডে এজেন্ট দিতে পারেনি বিজেপি। নজরকাড়া ৫ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী ভাস্বতী দাস এজেন্ট না পেয়ে নিজে ও তাঁর দেওর টিভি সিরিয়াল খ্যাত অনির্বাণ গুহ এজেন্ট হয়ে বুথে বসেছেন।

৯-৪০: তমলুক পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে একটি বুথে ইভিএম বিকল। সকাল থেকেই ভোটগ্রহণ বন্ধ। ভোটার লাইনে ভিড়।

৯:৩৭: সকাল ৯টা পর্যন্ত রাজ্যে ১০৮ পুরসভায় ভোটদানের হার ১৫.৬৬%

৯-৩৬: বারাসতের ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শ্যামলী দাসকে আটক করল পুলিশ। তাঁর বিরুদ্ধে  ইভিএম ভাঙচুরের অভিযোগ রয়েছে। 

৯-৩৫: উত্তর বারাকপুরের ২০ নম্বর ওয়ার্ডে বুথেও ইভিএম ভাঙার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

৯-২৫: সিউড়ির প্রত্যেকটি বুথেই ভোটারদের লম্বা লাইন

৯-২৪: পুরভোটে কন্ট্রোল রুম ফিরে এল তৃণমূল ভবনে। ১০৮টি পুরসভা নির্বাচনের জন্য কন্ট্রোল রুম করা হয়েছে তৃণমূল ভবন সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে। সকাল আটটায় এই কন্ট্রোল রুমে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এখানে আসবেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম সহ দলের একাধিক নেতারা। কোথায় কি ঘটনা ঘটছে তার বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।

৯-২০: কৃষ্ণনগরে ১৬ নম্বর ওয়ার্ডের ৯৬ নম্বর বুথে ভোটের লাইনে দাঁড়িয়ে স্ট্রোক হয়ে মৃত্যু এক ভোটারের। লাইনে দাঁড়িয়ে হঠাৎই অসুস্থ বোধ করেন ওই ব্যক্তি৷ এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

৯-১৭: রাজপুর-সোনারপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে রাজপুর বিদ্যানিধি হাইস্কুল সকাল থেকে উত্তপ্ত। মোট সাতটি ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

৯-১৫: চন্দনপুরে ২৫৯ নম্বর বুথে ইভিএম ভাঙচুর বিজেপি প্রার্থীর। এই ঘটনায় বিজেপি প্রার্থী শ্যামলী দাসগুপ্তকে পুলিস আটক করেছে।

৯-১৩: উলুবেড়িয়া পুরসভার ২৬ নং ওয়ার্ডে ২০২ নং বুথে সাময়িক উত্তেজনা। বিজেপি প্রার্থীর অভিযোগ, বহিরাগতরা মাঝে মধ্যেই বুথের ভিতর ঢুকে পড়ছে। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

৯-১০: ভাটপাড়ার ৯ নম্বর ওয়ার্ডে ইভিএম ভাঙচুর করলেন বিজেপি প্রার্থী

৯-০৯: বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের খাসতালুক ব্যারাকপুরে সংবাদ পরিবেশনে বাধা৷ ব্যারাকপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে সংবাদ মাধ্যমের ক্যামেরাও ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে

৯-০৫: বুথ দখল এবং ইভিএম ভাঙার অভিযোগ গ্রেপ্তার বসিরহাট পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুজন চন্দ্র ৷

৯-০০: খড়গপুরের তালবাগিচা হাইস্কুলের ৮টি বুথেই মোবাইল ফোন নিয়ে নজরদারি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের এজেন্টদের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, হারবে জেনেই মিথ্যা অভিযোগ বিজেপি প্রার্থীর।

৮-৫৮: কোচবিহার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহারানি ইন্দিরা দেবী হাইস্কুলে ১৭৯ বুথে তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ। তৃণমূল প্রার্থী জানিয়েছেন, ধৃত ব্যক্তি তাঁর দলের কেউ নয়

৮-৫৭: হুগলী-চুঁচুড়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের ৪/১নম্বর বুথের ভিতরে সিপিএমের বুথ এজেন্টকে মারধরের অভিযোগ

৮-৫৬: ডায়মন্ড হারবারের ২ নম্বর ওয়ার্ডে ভোটারদের লম্বা লাইন

৮-৫৫: কান্দির ৬ নম্বর ওয়ার্ডে ধুন্ধুমার। তৃণমূলের সাথে হাতাহাতিতে নির্দল প্রার্থীর অনুগামীরা

৮-৫২: জলপাইগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে বুথের সামনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। এসে সরিয়ে দিল পুলিশ

৮-৫০: ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে ইভিএম ভাঙচুর, এলাকায় উত্তেজনা

৮-৪৯:কান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বহিরাগত ভোটারদের ঢোকা নিয়ে হাতাহাতি তৃণমূল ও নির্দল প্রার্থী সমর্থকদের মধ্যে। পরে পুলিস পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

৮-৪৮: দক্ষিণ দমদম পৌরসভার ২২ নম্বর ওয়ার্ড মতিঝিল স্কুলে সিপিআইএম প্রার্থী অস্মিতা করের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। বুথের মধ্যে ব্যাপক উত্তেজনা তৃণমূল এবং সিপিএমের মধ্যে। সিপিএম প্রার্থী সিলেকশন কমিশনে অভিযোগ করলেন।

৮-৪৭: পুরুলিয়া পুরসভার ২০৮ নম্বর বুথে ভোটারদের লম্বা লাইন

৮-৪৫: ক্ষীরপাই শহরের ৪ নম্বর ওয়ার্ডে ইভিএম বিকল

৮-৪০: তমলুক শহরে ১৬ নম্বর ওয়ার্ডে ভোটারদের হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছেন আশা কর্মীরা

৮-৩৫: ঘাটালে ১৭ নম্বর ওয়ার্ডে ইভিএম খারাপ, বন্ধ ভোটগ্রহণ

৮-৩০: উত্তর দমদমের অধিকাংশ বুথে এখনও তেমনভাবে ভোটারদের লাইন পড়েনি। ৩১ নম্বর ওয়ার্ডে উত্তেজনা তৈরি হয়।

৮-২৫: ব্যারাকপুরে ‘বিক্ষুব্ধ’ নির্দল প্রার্থীকে মারধর, অভিযোগ শাসক দলের বিরুদ্ধে

৮-২০: কাটোয়া শহরের ভারতী ভবন স্কুলে ভোট দিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

৮-১৬: বহরমপুর পুরসভার ৭,১৮, ৯১, ১৩৩ নম্বর বুথের ইভিএম খারাপ। ৩০ মিনিট হয়ে গেলেও এখনও ভোট শুরু হয়নি। ২৬৬ নম্বর বুথের ইভিএম খারাপ ছিল, সেটি বদলে দেওয়া হয়েছে।

৮-১৫: আরামবাগ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে বসন্তপুরে বুথের বাইরে সিপিএম প্রার্থী সুশীল বাউড়িকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ

৮-১৪: বীরভূমের রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ১০৮/২ বুথের ইভিএম খারাপ হওয়ায় ব্যাহত ভোটগ্রহণ

৮-১৩: রামপুরহাটের ৮ নম্বর ওয়ার্ডে কালিসাঁড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভোটারদের লম্বা লাইন

৮-১২: সকাল থেকে মাথাভাঙা শহরে ভোটদান চলছে। সিপিএমের ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থীকে বাড়ি থেকে বের হতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। ৫ নম্বর ওয়ার্ডের সিপিএম এজেন্টকে মারধরও করা হয়েছে। বিজেপি বেশিরভাগ বুথে এজেন্ট দিতে পারেনি।

৮-১১: বারাসাতে ৭ নম্বর ওয়ার্ডে উত্তেজনা, ইভিএম ভাঙলেন বিজেপি প্রার্থী

৮-১০: ভোট দিতে বুথে পৌঁছলেন কোচবিহার শহরের ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ

৮-০৯: বারাসাতে ৭ নম্বর ওয়ার্ডে উত্তেজনা, ইভিএম ভাঙলেন বিজেপি প্রার্থী

৮-০৩: পশ্চিম মেদিনীপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপের জন্য এখনও ভোট গ্রহণ শুরুই করা যায়নি।

৮-০১: কোচবিহার ৮ নং ওয়ার্ডের ৮/৫ নম্বর বুথে চলছে ভোটগ্রহণ

৮-০০: রাজপুর-সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিদ্যানিধি স্কুলে উত্তেজনার ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন

৭-৫৫: ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জঙ্গিপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের জঙ্গিপুর ভিক্টোরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। কংগ্রেসে প্রার্থীর অভিযোগ, তৃণমূলের দলীয় পতাকা লাগানো টোটো গাড়িতে করে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে

৭-৪৯: মুর্শিদাবাদের কান্দি পুরসভায় ভোট গ্রহণের শুরুতেই শিবরামবাটি ও কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের দুটি বুথে ইভিএম বিকল হয়ে যাওয়ায় ভোট গ্রহণ কিছুটা বিলম্বে শুরু হয়েছে।

৭-৪৭: মেদিনীপুরের ১৪ নম্বর ওয়ার্ডের ২২৬ বুথে ইভিএম খারাপ

৭-৪৫: নদীয়ার রানাঘাট পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ভারতী উচ্চ বিদ্যালয়ে ৩৭ নম্বর বুথে ইভিএম কাজ না করায় ভোট গ্রহণ এখনও শুরু হয়নি।

৭-৪০: কুয়াশার চাদরে গোটা এলাকা৷ উলুবেড়িয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড কোটালঘাটা কুশবেড়িয়ার হাওড়া সমাজকল্যাণ সংঘ বালিকা বিদ্যালয়ে দেখা যাচ্ছে না দুহাত দূরের অংশ৷ ব্যাহত ভোট গ্রহণ৷

৭-৩৫: দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৩২ টি ওয়ার্ডে ৮২ টি বুথ রয়েছে। বিভিন্ন বুথে মকপোলের শেষে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ পর্ব।

৭-২৫: কোন্নগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্যকে মারধরের অভিযোগ। কোন্নগর বটতলা জিটি রোড অবরোধ করে বিজেপি কর্মীরা।

৭-২০: ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ড রাউতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে উত্তেজনা। তৃণমূল ও বিজেপি প্রার্থীর সামনেই দু’ পক্ষের কর্মী, সমর্থকদের মধ্যে বচসা

৭-১৫: খড়দার ৯ নম্বর ওয়ার্ডের কিছু বুথে এখনও একজনও ভোটারের দেখা নেই। কারণ খতিয়ে দেখবেন প্রার্থীরা।

৭-১১: বোলপুরের ৯ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ

৭-০৯: বহরমপুর পুরসভার একাধিক বুথ থেকে কংগ্রেস এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

৭-০৭: উত্তর ২৪ পরগণার কামারহাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে উত্তেজনা। নীলগঞ্জ রোড সংলগ্ন এলাকায় উত্তেজনা। বহিরাগতদের বাইক মিছিলের ছবি।

৭-০৫: দক্ষিণ ২৪ পরগণার রাজপুর সোনারপুরে উত্তেজনা, সিপিএম পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ইভিএম ভাঙচুর

৭-০১: ব্যারাকপুরে বেশ কিছু বুথে বহিরাগতদের দেখা যাচ্ছে। ব্যবস্থা নিচ্ছে পুলিশ

৭-০০: কাঁথির প্রভাতকুমার কলেজের বুথে সরকারি প্রকল্পের হোর্ডিং, পুলিশে নালিশ বিজেপির, সরানো হল হোর্ডিং

TwitterFacebookWhatsAppEmailShare

#Civic polls 2022, #West Bengal, #Municipal elections, #Civic Polls, #Municipal Elections 2022

আরো দেখুন