দেশ বিভাগে ফিরে যান

জুনেই আছড়ে পড়বে করোনার চতুর্থ ঢেউ, ভবিষ্যদ্বাণী আইআইটি কানপুরের গবেষকদের

February 27, 2022 | 2 min read

করোনার তৃতীয় ঢেউয়ের প্রকোপ অনেকটাই কমেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। খুলছে স্কুল, কলেজ- সতর্কভাবেই স্বাভাবিক জীবনযাত্রার দিকে পা বাড়াচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু, এরই মধ্যে অশনি সংকেত! করোনার তৃতীয় ঢেউয়ের পর আছড়ে পড়তে পারে চতুর্থ ঢেউ। এমনই সম্ভাবনার কথা শোনালেন IIT কানপুরের গবেষকরা। তাঁদের কথায়, চলতি বছরের জুন মাসের ২২ তারিখ থেকেই ভারতে করোনার চতুর্থ ঢেউ শুরু হতে পারে, যা চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ করোনার তৃতীয় ঢেউ থেকে মুক্তি পাওয়ার কয়েক মাসের মধ্যেই ফের একবার বিপদের ইঙ্গিত!

কতটা ভয়াবহ হবে করোনার চতুর্থ ঢেউ?

গবেষকরা বলছেন, করোনার এই নতুন ঢেউ কতটা ভয়াবহ হবে তা নির্ভর করবে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্টের চরিত্রের উপর।
> যদি আবার রূপ বদলে করোনাভাইরাসের নতুন কোনও স্ট্রেন হাজির হয়, সেক্ষেত্রে তা চতুর্থ ঢেউকে প্রভাবিত করতে পারে। সেই স্ট্রেন কতটা সংক্রামক তার উপর করোনাভাইরাসের চতুর্থ ঢেউয়ের ভয়াবহতা নির্ভর করবে।
> দেশের কত মানুষ টিকা পেয়েছে তার উপরেও করোনার চতুর্থ ঢেউয়ের প্রভাব বিস্তারের বিষয়টি নির্ভরশীল।
> কত মানুষ টিকার বুস্টার ডোজ পেল, তার উপরেও ভাইরাসের ভয়াবহতা বা চতুর্থ ঢেউয়ের ভয়াবহতা নির্ভর করতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

আইআইটি কানপুরের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ে সেক্ষেত্রে তা কমপক্ষে চার মাস স্থায়ী হবে। করোনা সংক্রমণ শিখর ছুঁতে পারে ১৫ থেকে ৩১ অগাস্টের মধ্যে। এরপর ধীরে ধীরে কমতে শুরু করবে সংক্রমণ। এই নিয়ে তৃতীয়বার করোনার কোনও ঢেউয়ের আগমণ নিয়ে সতর্ক করল আইআইটি কানপুর। তাঁরা দেশে কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছিল তা একপ্রকার মিলে গিয়েছিল।

দেশে করোনার চতুর্থ ঢেউ নিয়ে গবেষণাটি করেছে আইআইটি কানপুরের ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিসটিক্স বিভাগের সবরা প্রসাদ রাজেশভাই, শুভ্রা শংকর ধর। গবেষকরা জানাচ্ছেন, “বিশ্বের বহু দেশ ইতিমধ্যে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ প্রত্যক্ষ করেছে এবং কিছু দেশে করোনার চতুর্থ ঢেউ প্রভাব বিস্তার করা শুরু করেছে। সেক্ষেত্রে ২২ জুনের মধ্যে ভারতে করোনার চতুর্থ ঢেউ শুরু হতে পারে এবং তা শিখর ছোঁবে ২৩ অগাস্ট এবং শেষ হতে পারে ২৪ অক্টোবরের মধ্যে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Fouth Wave, #covid19, #IIT Kanpur

আরো দেখুন