দেশ বিভাগে ফিরে যান

বাণিজ্য নগরী মুম্বইয়ে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট, বন্ধ ট্রেন পরিষেবা

February 27, 2022 | < 1 min read

ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট বাণিজ্য নগরীতে। এক ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎহীন থাকার পর অবশেষে মুম্বইয়ে পরিষেবা স্বাভাবিকের পথে। আজ, রবিবার সকালে আচমকাই মুম্বইয়ের একটা বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। যার জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হয় মুম্বইবাসীদের।

বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বন্ধ রয়েছে বিভিন্ন রুটের লোকাল ট্রেনও। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এর জন্য টুইট করে নাগরিকদের কাছে ক্ষমাও চাওয়া হয়েছে। টাটা বিদ্যুৎকেন্দ্রের গ্রিড বসে যাওতেই এই বিপত্তি বলে জানা যাচ্ছে।

এর ফলে সিওন, মাটুঙ্গা, পারেল, দাদর, সিএসএমটি, বাইকুল্লা, চার্চগেট-সহ বিশাল অংশে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। তবে ঘণ্টা খানেকের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ শুরু হয়ে যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mumbai, #power outage, #train

আরো দেখুন