প্রযুক্তি বিভাগে ফিরে যান

জেলেনস্কির সাহায্যের আর্জিতে সাড়া দিলেন ইলন মাস্ক, ইউক্রেনে ‘অ্যাক্টিভ’ অত্যাধুনিক স্টারলিঙ্ক উপগ্রহ

February 27, 2022 | < 1 min read

ইউক্রেন দখল করতে রাশিয়া হামলা শুরু করতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়েছিল সেদেশে। এই আবহে ইউক্রেনের মন্ত্রী একটি টুইট করে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে এবার সাহায্যে এগিয়ে এলেন ইলন মাস্ক। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জানান, তাঁর সংস্থা স্পেস এক্স-এর স্টারলিঙ্ক স্যাটেলাইট যুদ্ধ বিধ্বস্ত এই দেশে ইন্টারনেট পরিষেবা প্রদান করবে।

এর আগে শনিবার সন্ধ্যায় ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী মাইখাইলো ফেডোরভ ইলন মাস্ককে ট্যাগ করে টুইটারে লিখেছিলেন, ‘আপনি যখন মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপনের চেষ্টা করছেন, তখন রাশিয়া ইউক্রেন দখল করার চেষ্টা করছে! আপনার রকেটগুলি সফলভাবে মহাকাশ থেকে অবতরণ করছে — রাশিয়ান রকেটগুলি ইউক্রেনের নাগরিকদের আক্রমণ করছে! আমরা আপনার কাছে আবেদন জানাচ্ছি যাতে স্টারলিঙ্ক স্টেশনের মাধ্যমে ইউক্রেনকে সাহায্য করা হয়। এবং সকল বুদ্ধিমান রাশিয়ানদেরও আমাদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করছি।’

এই টুইটের কয়েক ঘণ্টার মধ্যে ইলন মাস্ক টুইটের জবাবে লেখেন, ‘ইউক্রেনে এখন স্টারলিঙ্ক অ্যাক্টিভ (কাজ করছে)। আরও টার্মিনাল শীঘ্রই কাজ করা শুরু করবে ইউক্রেনে।’ উল্লেখ্য, স্টারলিঙ্ক স্যাটেলাইটটি এমন সব দুর্গম জায়গাতেও ইন্টারনেট পরিষেবা প্রদান করতে পারে। এদিকে ইউক্রেনে ইতিমধ্যেই ২০০-র কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে রাশিয়ার হামলায়। মৃতদের মধ্যে তিন শিশুও রয়েছে। এই আবহে সেদেশে শুধুমাত্র ইন্টারনেট পরিষেবাই বন্ধ হয়নি বরং জল, বিদ্যুতের মতো প্রয়োজনীয় পরিষেবাও বন্ধ হয়েছে। বর্তমানে পূর্ব ইউক্রেনে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Elon Musk, #Starlink, #ukraine

আরো দেখুন