রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপির পরাজয় নিশ্চিত, মেজাজ হারিয়ে সাংবাদিকদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুভেন্দু-জনকের

February 27, 2022 | < 1 min read

ভোটের (West Bengal Municipal Election 2022) ২৪ ঘণ্টা আগে এক অডিয়োতে তাঁর নাম জড়িয়েছিল (যদিও সেই অভিয়োর সত্যতা কলকাতা টিভি ডিজিটাল যাচাই করেনি)৷ আর এবার সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারালেন সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari loses temper)৷ অকথ্য ভাষায় (শু..র বা..) বলে প্রশাসনের শীর্ষকর্তাদের নিশানা করলেন অধিকারী পরিবারের কর্তা৷

রবিবার ভোট দিতে বেরিয়েছিলেন শিশির অধিকারী৷ ভোট দিয়ে ফেরার পথে সংবাদমাধ্যম খবর সংগ্রহের উদ্দেশে তাঁকে প্রশ্ন করেন৷ তাতেই মেজাজ হারান শিশির৷ অভিযোগ করেন, বুথে ভোট দেওয়ার পরেও ভোটাররা থেকে যাচ্ছে৷ কিন্তু পুলিস-প্রশাসন-নির্বাচন কমিশন কোনওরকম পদক্ষেপ করছে না৷ এই ঘটনাই প্রমাণ করছে কীভাবে ভোট লুঠ হচ্ছে৷

এরপর শিশিরের চ্যালেঞ্জ, ‘আমি কোনও ছোটখাট পুলিসের গায়ে হাত দিতে চাই না৷ বড় কর্তাদের দেখে নেব৷ ভোট লুঠ হচ্ছে, অথচ কেউ কোনও পদক্ষেপ করছে না৷’ এটা কার নির্দেশে? প্রশ্ন শিশিরের৷

যখন রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে কেউ কোনও প্রশ্ন করার সুযোগ পায় না, তখনই নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট না করা শিশির অধিকারীর মন্তব্য, এ রাজ্যে গণতন্ত্র নেই৷ এরপরই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের আঙুল তুলে শাসিয়ে তাঁর মন্তব্য, ‘যা করেছেন আপনারা শু… তা মেনে নেওয়া যায় না৷’

TwitterFacebookWhatsAppEmailShare

#BJP West Bengal, #Sisir Adhikary, #abuse, #journalists

আরো দেখুন