উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

আজ ফালাকাটা, ময়নাগুড়িতে প্রথমবার পুরভোট, কী চাইছেন মানুষ?

February 27, 2022 | < 1 min read

ছবি সংগৃহীত

রাজ্যের অন্যান্য পুরসভার সঙ্গে আজ রবিবার ময়নাগুড়ি ও ফালাকাটা পুরসভারও ভোট। তার জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। শনিবারই ভোট কর্মীরা দুই পুরসভার ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে গিয়েছে। গ্রামীণ এলাকা থেকে পুরসভায় উন্নীত হওয়া ফালাকাটা ও ময়নাগুড়ির বাসিন্দারা এই প্রথম পুরভোট দেবেন।

জীবনে প্রথম পুর ভোট দেওয়ার জন্য ফালাকাটা পুরসভার বাসিন্দারা উত্তেজনায় ফুটছেন। ফালাকাটায় মোট ৬৭ জন প্রার্থী থাকলেও রাজনৈতিক মহলের নজর থাকবে ১৭ ওয়ার্ডের প্রার্থী তৃণমূলের প্রয়াত বিধায়ক অনিল অধিকারীর ছেলে জয়ন্ত অধিকারী ও ৮ ওয়ার্ডের প্রার্থী এলাকার বিজেপি বিধায়ক দীপক বর্মনের স্ত্রী বীথিকা দাসের দিকে।

ময়নাগুড়ি পুরসভার জনসংখ্যা ৪৫,০৪৫ জন। ময়নাগুড়ি পুরসভার মোট আয়তন ১২.৩৮ বর্গ কিলোমিটার। এই পুরসভাতে স্বাস্থ্য পরিষেবা, জল সরবারহ-সহ নাগরিক পরিষেবায় প্রতিশ্রুতি দিয়েছে শাসক ও বিরোধী দল। তবে কোভিডে পর্যটন শিল্প যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছে। ভোটে জিতলে সেই সব দিক থেকেই উন্নয়ন করবে বলে প্রতিশ্রতি সব রাজনৈতিক দলের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Falakata, #Maynaguri, #West Bengal Municipal Election 2022, #Municipal Election

আরো দেখুন