আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

শত চেষ্টাতেও দখলে এল না কিভ, ক্ষোভ বাড়ছে রুশ সেনার অন্দরে

February 27, 2022 | < 1 min read

ছবি সংগৃহীত

ইউক্রেন-রাশিয়ার (Russia-Ukraine Conflict) যুদ্ধ চতুর্থ দিনে পা দিল। অথচ এখনও রাজধানী কিভ দখল করতে পারেনি পুতিন বাহিনী। প্রতিরোধ গড়েছে ইউক্রেন সেনা। এর মাঝেই সে দেশের সম্পদের ক্ষতি সাধন করতে ফের মিসাইল হানা চালাল রাশিয়া। এবার তাদের নজরে গ্যাসের পাইপলাইন এবং তেল ভাণ্ডার।


রবিবার সকালে প্রাপ্ত খবর অনুযায়ী, খারকভ শহরের গ্যাস পাইপলাইন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া। বিস্ফোরণও ঘটেছে। তবে তার জেরে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তার হিসেব এখনও স্পষ্ট নয়। খারকভ শহরবাসীর জন্য ওই পাইপলাইনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে খবর। বিস্ফোরণের পর কালো মেঘে ঢেকেছে গোটা এলাকা। বিস্ফোরণের ফলে শহরে দূষণ ছড়াবে যার জেরে বহু প্রাণহানির আশঙ্কার করা হচ্ছে। এদিকে রাজধানী কিয়েভে ইউক্রেনের তেলভাণ্ডারেও হামলা করেছে রুশ বাহিনীও।


শেষ পাওয়া খবর অনুযায়ী, আকাশপথে মুহুমুহু হামলা চালাচ্ছে রাশিয়া। কিভ এবং খারকোভের রাস্তায়ও জোরদার যুদ্ধ চলছে। কেউ বিনাযুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। সবমিলিয়ে চারদিন কেটে গেলেও ইউক্রেনে শান্তি ফেরার কোনও লক্ষ্মণ নেই। এ প্রসঙ্গে ইউক্রেনের পদস্থ আধিকারি ইরিনা ভেনেদিকতোভা জানিয়েছেন, “রুশ সেনা এখনও খারকোভ দখল করতে পারেনি। জোরদার লড়াই চলছে।”


বৃহস্পতিবার মধ্যরাতে ইউক্রেনের উপরে ঝাঁপিয়ে পড়েছিল রাশিয়া। শুক্রবারই রাজধানী কিভে ঢুকে পড়েছে রুশ সেনা। গোটা শহর জুড়ে তাণ্ডব চালাচ্ছে তারা। বোমার আঘাতে গুঁড়িয়ে যাচ্ছে বহুতল। আতঙ্কে রাস্তায় ছোটাছুটি করতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। অনেকেই আশ্রয় নিয়েছেন মাটির নিচে মেট্রো স্টেশন কিংবা বাঙ্কে। তবে ইউক্রেন জুড়ে রাশিয়ার সেনার দাপাদাপি সত্ত্বেও এখনও কিভ দখল করতে পারেননি পুতিন। এর পর শনিবার রাতে ইউক্রেনকে তিনদিক থেকে ঘিরে ফেলতে নির্দেশ দিয়েছেন পুতিন।

TwitterFacebookWhatsAppEmailShare

#ukraine, #‬ Russia, #Russian Army

আরো দেখুন