শিবরাত্রির দিন খুলছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ
শিবরাত্রির দিন ভক্তদের জন্য খুলে দেওয়া হবে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। এতদিন মন্দিরে প্রবেশের অনুমতি থাকলেও গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না। গর্ভগৃহের বাইরে রাখা চোঙে গঙ্গাজল ঢালতে হচ্ছিল তাঁদের। তবে শিবরাত্রির দিনই ভক্তরা গর্ভগৃহে প্রবেশ করে পুজো দিতে পারবেন বলে ঘোষণা মন্দির কর্তৃপক্ষের। শিবরাত্রিতে সারারাত মন্দির খুলে রাখা হবে। ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু হয়। অন্যান্য ধর্ম প্রতিষ্ঠানের সঙ্গে তারকেশ্বর মন্দিরেও ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয় তখন। পরবর্তীকালে একাধিক বিধিনিষেধ সহ মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ফের মন্দির বন্ধ হয়ে যায়। এরপর ৩ জুন ২০২১ মন্দিরের দরজা ফের ভক্তদের জন্য খোলা হলেও জারি ছিল একাধিক বিধিনিষেধ। পরবর্তীকালে ধাপে ধাপে এই বিধিনিষেধ শিথিল করা হয়। তবে ১ মার্চ, শিবরাত্রির বিশেষ তিথি থেকে গর্ভগৃহে প্রবেশের ক্ষেত্রে আর কোনও নিষেধাজ্ঞা রইল না। মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি ভক্তরা। তবে ভক্তদের মানতে হবে সরকারি স্বাস্থ্যবিধি। ব্যবহার করতে হবে মাস্ক।