এক সপ্তাহ বাদেই শুরু মাধ্যমিক, কোভিড বিধির ওপর গুরুত্ব পর্ষদের
আগামী ৭ মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। কোভিডের দাপট কমে যাওয়ায় অফলাইনে পরীক্ষার আগেই জানিয়েছিল পর্ষদ। অ্যাডমিট কার্ডও দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। তবে কোভিড এখনও পুরোপুরিভাবে যায়নি। তাই পরীক্ষা কেন্দ্রে কোভিড বিধি মানা নিয়ে কড়া মনোভাব দেখালো মধ্যশিক্ষা পর্ষদ। করোনা সংক্রমণ রুখতে কোনও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে অন্য কারোর জিনিস বিশেষ করে পেন, পেন্সিল ইরেজার, স্কেল এই সমস্ত ব্যবহার করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। অর্থাৎ পরীক্ষার্থীদের প্রত্যেকেই নিজের নিজের জিনিস ব্যবহার করতে হবে।
মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে পরীক্ষার্থীদের। অন্যদিকে, পরীক্ষা কেন্দ্রে প্রবেশ এবং পরীক্ষা দেওয়ার জন্য আসল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের। শুধু তাই নয়, পরীক্ষাকেন্দ্রে বিদ্যালয়ের সম্পত্তির ক্ষতি করলে সেক্ষেত্রে মেরামতের দায়িত্ব বর্তাবে পরীক্ষার্থীদের অভিভাবকের ওপর।
পরীক্ষায় নকল রুখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে শিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে কোনও রকমের ইলেকট্রনিক্স যন্ত্র বিশেষ করে মোবাইল ফোন, ক্যালকুলেটর বা ট্যাব ব্যবহার আগের মতই নিষিদ্ধ থাকছে। সেক্ষেত্রে ইলেকট্রনিক্স যন্ত্র সমেত কোনও পরীক্ষার্থী ধরা পড়লে পাঁচ বছরের জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ হারাতে পারে বলেও নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। অনেক ক্ষেত্রেই বালা, আন্টি ফাঁকে পরীক্ষায় নকল করার জন্য প্রতিলিপি লুকিয়ে রাখতে দেখা যায়। সেই কারণে এই সমস্ত জিনিস পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
প্রসঙ্গত, এবারের মাধ্যমিক পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। পরীক্ষা শুরু হবে সকাল ১১ টা ৪৫ মিনিটে। তবে পড়ুয়াদের প্রথম দিন ১১ টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে ঢুকে যেতে হবে। দ্বিতীয় দিন থেকে ১১ টা ১৫ মিনিটে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন পড়ুয়ারা।