রাজ্য বিভাগে ফিরে যান

দ্রুত ফ্যামিলি পেনশনের অনুমতি দিতে উদ্যোগ রাজ্যের

March 1, 2022 | < 1 min read

ফ্যামিলি পেনশন পাওয়ার ক্ষেত্রে জটিলতা কাটিয়ে দ্রুত অনুমোদন দেওয়ার ব্যাপারে উদ্যোগী রাজ্য সরকার। অর্থদপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

কর্মরত অবস্থায় কোনও সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারে পেনশনের দাবিদার। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী পেনশন প্রাপকের মৃত্যু হলেও পরিবার ফ্যামিলি পেনশন পায়। মৃতের স্ত্রী বা স্বামী, নাবালক পুত্র, অবিবাহিত কন্যা প্রভৃতিরা ফ্যামিলি পেনশন পান।

অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সরকারি অফিস থেকে প্রয়োজনীয় নথি, তথ্য প্রভৃতি ঠিকমতো না পাঠানোর জন্য অনেক সময় ফ্যামিলি পেনশন অনুমোদন পেতে খুব দেরি হচ্ছে।

সরকার চাইছে, ফ্যামিলি পেনশনের বিষয়গুলির দ্রুত নিস্পত্তি হোক। এই কারণে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী কী কী নথি পেশ করতে হবে তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে অর্থদপ্তরের বিজ্ঞপ্তিতে।

ফ্যামিলি পেনশন পাওয়ার ক্ষেত্রে জটিলতা কাটিয়ে দ্রুত অনুমোদন দেবে রাজ্য সরকার

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #family pension

আরো দেখুন