দেশ বিভাগে ফিরে যান

গত ২৪ ঘন্টায় দেশের বাড়ল করোনা সংক্রমণ, আক্রান্ত সাড়ে ৭ হাজার

March 2, 2022 | 2 min read

চলতি বছরই দেশে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার কথা শুনিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। তবে আপাতত কোভিড সংক্রমণে রাশ টানতে অনেকটাই সফল ভারত। দৈনিক আক্রান্ত নেমে এসেছে ১০ হাজারের নিচে। স্বস্তি দিয়ে দেশজুড়ে বাড়ছে করোনাজয়ীর সংখ্যা। স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। ছন্দে ফিরছে জনজীবন। তবে কোভিডবিধি মানা যে এখনও জরুরি, সে কথাই যেন ফের মনে করিয়ে দিল দেশের করোনা পরিসংখ্যান। কারণ গত ২৪ ঘণ্টায় বাড়ল সংক্রমণ ও মৃত্যু।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৫৪ জন। গতকাল যে সংখ্যাটা সাত হাজারের নিচে ছিল। তবে ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮৫ হাজার ৬৮০। অ্য়াকটিভ কেসের হার কমে দাঁড়িয়েছে ০.২০ শতাংশে। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় প্রায় সব রাজ্যেই শিথিল হচ্ছে বিধিনিষেধ। 

বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়েই সংক্রমণে লাগাম টানা সম্ভব হয়েছে। তবে এখনও চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার। গত ২৪ ঘণ্টায় যেমন ভারতে ফের ঊর্ধ্বমুখী মৃত্যু। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২২৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৪ হাজার ২৪৬ জন।

এসবের মধ্যেই স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৩ লক্ষ ৩৮ হাজার ৬৭৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৪ হাজার ১২৩ জন। সুস্থতার হার ৯৮.৬০ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭৭ কোটি ৭৯ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ৮ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। গতকাল যেমন ৭ লক্ষের ৮৪ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Covid Update, #Covid Bulletin

আরো দেখুন