পাহাড়ে নতুন সমীকরণ – দার্জিলিঙের রাশ এবার অজয় এডওয়ার্ডসের হাতে
পুরভোটে নতুন সমীকরণ দেখা দিল পাহাড়ে। বিমল গুরুং এর হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিল অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। জিএনএলএফ থেকে বেরিয়ে এসে দল তৈরি করা হয়েছে। ৩২ টি ওয়ার্ডের মধ্যে ১৭ টি ওয়ার্ড তাঁদের দখলে। পাহাড়ে পাত্তা পেল না বিজেপি।
গত বছর নভেম্বর মাসে গ্লেনারিজ (Glenarys) কর্তা অজয় এডওয়ার্ডস (Ajoy Edwards) এই নতুন দলের নাম ঘোষণা করেন। দার্জিলিঙের (Darjeeling) জনপ্রিয় রেস্তোরাঁর মালিক তিনি। তিনি একাধারে GNLF-এর দার্জিলিং ব্রাঞ্চের সভাপতি পদেও ছিলেন। দলের সভাপতি মন ঘিসিং-এর ঘনিষ্ট বন্ধ হিসেবে পরিচিত ছিলেন তিনি।
২১-এর বিধানসভা ভোটের আগে থেকেই টিকিট পাওয়া নিয়ে দলের সঙ্গে বিবাদ শুরু হয় অজয়ের। দলে তিনি গুরুত্ব পাচ্ছেন না বলেও ঘনিষ্ট মহলে প্রকাশ করেন। নির্বাচনের মিটতেই তিনি পরিবার সহ পাহাড়ের বাইরে চলে যান। পুজোর পর তিনি GNLF ত্যাগ করার কথা ঘোষণা করেন। পাশাপাশি নতুন রাজনৈতিক দল গড়বেন বলেও জানান অজয়।
এর আগে অনীত থাপার হাত ধরে নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে। অনেকেই বলছেন, পাহাড়ে সুভাষ ঘিসিং ও বিমল গুরুং অধ্যায় পার করে এবার নতুন সমীকরণ আনবে অনীত থাপা, অজয় এডওয়ার্ডসের মতো রাজনীতিবিদরা। আগে একটা সময়ে পাহাড়ের শেষ কথা ছিল GNLF ও গোর্খা জনমুক্তি মোর্চার প্রধানরা। কিন্তু, এবার দু’টি নতুন দল আসতে চলেছে পাহাড়ে রাজনীতিতে।