আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

জেলেনস্কিকে হত্যা করতে রাশিয়া নিয়োগ করেছে ৪০০ ভাড়াটে খুনি! চাঞ্চল্য রিপোর্টে

March 2, 2022 | < 1 min read

শুধু ইউক্রেন দখল নয়, প্রেসিডেন্ট ভোলোদামির জেলেনস্কিকেও হত্যা করতে হবে। শেষ করতে দিতে হবে তাঁর গোটা মন্ত্রিসভাকে। তালিকায় রয়েছেন ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। এমনই পরিকল্পনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এজন্য ৪০০ ভাড়াটে খুনিকে নিয়োগ করেছে ক্রেমলিন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা দ্য টাইমস এই চাঞ্চল্যকর খবর প্রকাশ করতেই শোরগোল পড়ে গিয়েছে।

দ্য টাইমস জানিয়েছে, এই ‘খুনে বাহিনী’র নেতৃত্বে রয়েছেন পুতিন ঘনিষ্ঠ ইয়েভগেনি প্রিগোজিন। জেলেনস্কি,তাঁর মন্ত্রিসভা সহ অন্যান্যদের খুন করার জন্য কয়েক সপ্তাহ আগেই আফ্রিকা থেকে ভাড়াটে খুনিদের উড়িয়ে আনা হয়েছে। এই সিক্রেট মিশনের জন্য প্রিগোজিনকে মোটা অঙ্কের অর্থ দিচ্ছে ক্রেমলিন। ইতিমধ্যেই হিটলিস্ট তৈরি হয়ে গিয়েছে। মস্কোর সবুজ সঙ্কেত দিলেই হত্যালীলায় নেমে পড়বে খুনে বাহিনী। প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, পুতিনের এই পরিকল্পনার কথা আঁচ করতে পেরেছিল ইউক্রেন। তাই তড়িঘড়ি গতসপ্তাহে ৩৬ ঘণ্টার কড়া কার্ফু জারি করা হয়। সেই সঙ্গে, ভাড়াটে খুনিদের খুঁজে বার করে নিকেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল ইউক্রেন সেনাকে। এই খবর প্রকাশিত হতেই আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Vlodomyr Zelensky, #Ukraine-Russia Conflict

আরো দেখুন