শুরু হল ‘দুয়ারে সরকারের’ দ্বিতীয় দফা, প্রথম দিনেই ব্যাপক সাড়া
March 2, 2022 | < 1min read
চলতি পর্যায়ে দুয়ারে সরকারের দ্বিতীয় দফার প্রথম দিনেই রাজ্যজুড়ে ক্যাম্পে এল, আবেদন জমা দিল আড়াই লক্ষাধিক মানুষ। মঙ্গলবার ৩,০৩৪টি ক্যাম্প হয়। দ্বিতীয় দফায় আবেদন ৭ মার্চ পর্যন্ত জমা নেওয়া হবে। প্রথম পর্যায়ে আবেদন জমা নেওয়া হয়েছে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন জমা পড়েছিল ২৩ লক্ষাধিক। তবে দ্বিতীয় দফার প্রথম দিনে নির্দিষ্টভাবে কত আবেদন জমা পড়ল তা জানা যাবে বুধবার। প্রথম পর্যায়ে সবথেকে বেশি আবেদন জমা পড়েছে স্বাস্থ্যসাথীর জন্য। সংখ্যাটি প্রায় ৬ লক্ষ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী সাড়ে ৫ লক্ষ। জাতিগত শংসাপত্রের জন্য আবেদনপত্র জমা হয় এক লক্ষ। দ্বিতীয় দফাতেও স্বাস্থ্যশিবির হয়েছে অধিকাংশ ক্যাম্পে। ব্যবস্থাও ছিল কোভিড টিকাকরণের।