আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

ফের জঙ্গি হামলার কবলে পেশোয়ার, মৃত ৪৫

March 5, 2022 | 2 min read

জুম্মাবারের প্রার্থনার জন্য অন্যান্য দিনের তুলনায় ভিড় একটু বেশিই হয়েছিল শিয়া মসজিদে। আচমকাই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল চারপাশ। ঘটনাস্থলেই মৃত্যু হল কমপক্ষে ৪৫ জনের। গুরুতর জখম আরও ৮০ জন। শুক্রবার মর্মান্তিক এই জঙ্গি নাশকতার ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম পাকিস্তানের পেশোয়ারে। ঘটনার পর এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনের তরফে এর দায় স্বীকার করা হয়নি। মনে করা হচ্ছে, আইএস খোরসান অথবা আফগান সীমান্ত লাগোয়া ওই অঞ্চলে সক্রিয় জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এই হামলার নেপথ্যে থাকতে পারে। ইতিমধ্যেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মাহমুদ খান ঘটনার তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছেন। অন্যদিকে, ওই প্রদেশের আইজি এবং মুখ্যসচিবের কাছে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন পাক অভ্যন্তরীণ মন্ত্রী শেখ রশিদ আহমেদ। 

পাকিস্তানে সংখ্যাগুরু সুন্নিদের আধিপত্যে সংখ্যালঘু শিয়া মুসলিমরা বরাবরই জঙ্গি সন্ত্রাসের শিকার হন বলে অভিযোগ। এদিনের হামলাতেও সেই শিয়াদের মসজিদকেই নিশানা করা হয়েছিল। মৃতদের মধ্যে মসজিদের মৌলবী তথা নতুন প্রজন্মের সম্ভাবনাময় শিয়া নেতা আল্লামা ইরশাদ হুসেন খলিলও রয়েছেন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কিস্সা খাওয়ানি বাজার এলাকার জামিয়া মসজিদে শুক্রবারের প্রার্থনা চলাকালীন শক্তিশালী বিস্ফোরণটি ঘটায় জঙ্গিরা। পেশোয়ার সিটি পুলিসের শীর্ষকর্তা ইজাজ এহসান জানান, দুই বন্দুকধারী জঙ্গি প্রথমে মসজিদের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিসকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা প্রতিরোধ করে পুলিসও। দু’পক্ষের সংঘর্ষে এক পুলিসকর্মী ও এক হামলাকারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরেক জন পুলিসকর্মী গুরুতর জখম হন। তারপরই আর এক আত্মঘাতী জঙ্গি মসজিদের ভিতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। স্থানীয় পুলিস আধিকারিক ওয়াহিদ খান জানিয়েছেন, বিস্ফোরণের সময় মসজিদের ভিতর অন্তত ১৫০ জন ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

নামাজ পড়তে সবে মসজিদে ঢুকছিলেন শায়ান হায়দর। ঠিক তখনই ঘটে বিস্ফোরণ। যার অভিঘাতে মসজিদের দরজা থেকে রাস্তায় ছিটকে পড়েন শায়ান। তাঁর কথায়, ‘চোখ খুলে দেখি শুধু ধোঁয়া আর ধুলো। চারদিকে ছড়িয়ে রয়েছে মৃতদেহ।’ ঘটনার সময় মসজিদের ভিতরেই ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্তা শের আলি। বোমার স্প্লিন্টারে ক্ষতবিক্ষত হয়েছে তাঁর শরীরও। দেশে শিয়াদের দুর্দশার দিকে ইঙ্গিত করে ক্ষোভের সুরে তিনি বলেন, ‘আমাদের অপরাধ কী? কেন এভাবে আমাদের মারা হচ্ছে? আমরা কি এই দেশের নাগরিক নই?’

এদিকে, দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানে পা রেখেছে অস্ট্রেলীয় ক্রিকেট দল। এদিনই রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া-পাকিস্তান। স্টেডিয়াম থেকে বিস্ফোরণ স্থলের দূরত্ব মাত্র ১৮৭ কিলোমিটার। এই পরিস্থিতিতে সিরিজের ভবিষ্যত নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।এই মুহূর্তে

TwitterFacebookWhatsAppEmailShare

#Terrorist Attack, #mosque, #pakistan

আরো দেখুন