উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন বাংলার দুই ডাক্তারি পড়ুয়া

March 5, 2022 | < 1 min read

শনিবার দুপুরে বিমানে বাগডোগরা পৌঁছোলেন দুই ভাই। বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা শাসকের এক আধিকারিক, বাবা মা ও পরিজনেরা। ডাক্তারি পড়ার জন্য ইউক্রেনে গিয়েছিলেন চোপড়ার কাঁচাকালি বাজার এলাকার দুই ভাই সোহেল আখতার ও শাহিদ আখতার। যুদ্ধকালীন পরিস্থিতিতে তাঁরা ইউক্রেনের রাজধানী কিয়েভে কয়েকদিন আটকে পড়েছিলেন। বিধ্বস্ত ইউক্রেন থেকে শুক্রবারেই দিল্লিতে পৌঁছেছিলেন দুই ভাই। এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে প্রশাসনের গাড়িতেই তাঁরা বাড়ি ফিরছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bagdogra, #russia, #ukraine, #ukraine russia conflict, #students

আরো দেখুন