রাজ্য বিভাগে ফিরে যান

ফের ১০০-র নীচে রাজ্যের দৈনিক করোনা সংক্রামণ, ২৪ ঘন্টায় আক্রান্ত ৯০

March 6, 2022 | < 1 min read

চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মাঝেই রাজ্যের কোভিড গ্রাফে মিলছে স্বস্তি। কয়েকদিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় রাজ্যের নতুন করোনা আক্রান্তের সংখ্যা ফের একশোরও নিচে। একদিনে সংক্রমিত ৯০ জন। তবে গত ২৪ ঘণ্টায়  করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। 

এদিকে স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১৮ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনও ওই জেলায় নতুন আক্রান্তের সংখ্যা ছিল একই। দ্বিতীয় স্থানে কলকাতার (Kolkata)।  একদিনে আক্রান্ত সেখানকার ১৪ জন। আগেরদিন ওই জেলায় সংক্রমিতের সংখ্যা ছিল ১৮। এই পরিসংখ্যানে স্বাভাবিকভাবেই খুশি তিলোত্তমাবাসী।

দৈনিক সংক্রমণের নিরিখে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে এই জেলায় নতুন করে সংক্রমিত ৯ জন। চতুর্থ স্থানে হুগলি। সেখানে একদিনে সংক্রমিত ৬ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,১৫,৮৬২। গত ২৪ ঘণ্টায়ও কলকাতায় করোনার বলি ২ জন। মৃত্যুহীন উত্তর ২৪ পরগনা।

পরিসংখ্যান অনুযায়ী,  একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১৩৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা  ১৯, ৯৩,০২৯। একদিনে রাজ্যে করোনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ২১০ জনের। এখনও পর্যন্ত ২ কোটি ৪৩ লক্ষ ৫২ হাজার ৩৯২টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ০.৪২ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। তবে করোনা বাগে এলেও এখনও রাজ্যে জারি রয়েছে বিধিনিষেধ। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার সকলের জন্য আবশ্যিক। 

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Covid Update

আরো দেখুন