খেলা বিভাগে ফিরে যান

বিশ্বকাপের অভিষেকে পাঁচটি বা তার বেশি আউট করার রেকর্ড গড়লেন বাংলার রিচা

March 6, 2022 | 2 min read

অভিষেকেই ইতিহাস গড়লেন রিচা ঘোষ। প্রথম উইকেটকিপার হিসেবে বিশ্বকাপ অভিষেকেই পাঁচটি বা তার বেশি আউট করার রেকর্ড গড়লেন। শুধু তাই নয়, আইসিসি মহিলা বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুটি দুর্দান্ত ক্যাচ নিলেন। সঙ্গে দারুণ ক্ষিপ্রতায় করলেন স্টাম্পিং।

রবিবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৪৪ রান তোলে ভারত। জবাবে শুরুটা মন্দ করেনি পাকিস্তান। ২৮ রানে পড়ে প্রথম উইকেট। তারপর ১৭.৪ ওভারে বাংলার দুই তারকার যুগলবন্দিতে আউট হন বিসমাহ মারুফ। দীপ্তির বলে সুইপ করতে যান পাকিস্তানের অধিনায়ক। তা ব্যাটের কাণায় লেগে নীচু হয়ে যায়। উইকেটের পিছনে দুর্দান্ত ক্যাচ নেন রিচা। ক্যাচটা আরও দুর্দান্ত হয়ে ওঠে কারণ বল নীচের দিকে নামছিল। অসামান্য রিফ্লেক্সের কারণেই নীচু হয়ে যাওয়া বল হাতে তালুবন্দি করতে পারেন রিচা।

সেটাই ছিল শুরু। ২৯.৬ ওভারে রাজেশ্বরী গায়কোয়াড়ের বলে ক্রিজ থেকে বেরিয়ে এসে সুইপ মারতে যান আলিয়া রিয়াজ। সেই বল মিস করেন তিনি। দারুণ ক্ষিপ্রতায় স্টাম্প করেন রিচা। সেই স্টাম্পিংয়ের ঘোর কাটতে না কাটতেই ৩৬.৫ ওভারে নাশরা সান্ধুর দুর্দান্ত ক্যাচ নেন তিনি। সান্ধুর ব্যাটের কাণায় বল লেগে শূন্যে উঠে গিয়েছিল। তা দেখেই মুহূর্তের মধ্যে ব্যাটারকে পেরিয়ে যান বাংলার মেয়ে। তারপর শরীর শূন্যে ছুড়ে দিয়ে দুর্ধর্ষ ক্যাচ নেন।

এমনিতে রবিবার মাঠে নেমেই নজির গড়েন রিচা। বিশ্বকাপ তো বটেই, পুরুষ এবং মহিলাদের ক্রিকেট মিলিয়ে সবথেকে কম বয়সে কোনও আইসিসি ইভেন্টে ভারতীয় দলের উইকেটকিপার হিসেবে আত্মপ্রকাশ করেন। তারপর মাঠে পারফরম্যান্সের মাধ্যমেও নজির গড়েছেন। যত ম্যাচ এগিয়েছে, তত উইকেটের পিছনে নিজের জাত চিনিয়েছেন শিলিগুড়ির মেয়ে। সবমিলিয়ে পাকিস্তানের ইনিংসের পাঁচটি আউটে রিচার সরাসরি হাত আছে। চারটি ক্যাচ নিয়েছেন এবং একটি স্টাম্পিং করেছেন। যা ব্যাট হাতে ব্যর্থতাকে পুষিয়ে দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#IND vs PAK, #Richa Ghosh, #ICC Women's Cricket World Cup 2022

আরো দেখুন