দেশ বিভাগে ফিরে যান

পুণে মেট্রোয় মোদীর সরফরসঙ্গী স্কুলের ইউনিফর্ম পরিহিত পড়ুয়ারা, কটাক্ষ প্রধানমন্ত্রীকে

March 6, 2022 | < 1 min read

পুণেতে মেট্রো প্রকল্পের (Pune Metro Railway Service) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ১১ হাজার ৪০০ কোটি টাকারও বেশি খরচে তৈরি হচ্ছে এই মেট্রো রেল পথ। একই সঙ্গে পুণে মিউনিসিপ্যাল​ কর্পোরেশন (পিএমসি) প্রাঙ্গণে ছত্রপতি শিবাজি মহারাজের একটি মূর্তিও উন্মোচন করেন মোদী। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই পরিষেবা শুরু হয়ে যাবে।

মেট্রোর মোট দৈর্ঘ্য ৩২.২ কিলোমিটার। যার মধ্যে ১২ কিলোমিটার চালু হতে চলেছে প্রথম দফায়। একই দিনে ছত্রপতি শিবাজি মহারাজের একটি মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। মূর্তিটি ১,৮৫০ কেজি গানমেটাল দিয়ে তৈরি। এটির উচ্চতা প্রায় ৯.৫ ফুট। যদিও পুণে শহরে পুরভোটের ঠিক আগে মেট্রো প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

পাশাপাশি, আজকের উদ্বোধনের পর সেই মেট্রো চেপে যাত্রাও করেন মোদী। সেই সময় তাঁর সফরসঙ্গী ছিলেন বেশকিছু স্কুলপড়ুয়া। যদিও, কেন রবিবার এই পড়ুয়ারা স্কুলের ইউনিফর্ম পরে প্রধানমন্ত্রীর সাথে যাত্রা করছেন, তা নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে প্রধানমন্ত্রীকে। সেই সময় প্রধানমন্ত্রী কেন মাস্ক পরেননি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন টুইটার ব্যবহারকারীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#students, #Pune, #Modi Government, #school uniforms

আরো দেখুন