খেলা বিভাগে ফিরে যান

মানসিক অবস্থা ভালো না, দক্ষিণ আফ্রিকা সফরের আগে ক্রিকেট থেকে বিরতি নিতে চান সাকিব

March 7, 2022 | 2 min read

আবার শিরোনামে শাকিব আল হাসান। শাকিবকে বাদ দিয়েই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে দল ঘোষণা করা হয়েছিল। তবে টেস্ট দলে রয়েছেন শাকিব। আচমকা ক্রিকেট থেকে বিরতি নিতে চান শাকিব। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া প্রসঙ্গে শাকিব বলেন তার মানসিক অবস্থা ভালো নয়। তিনি জানান, তার নিজের প্রতি যে প্রত্যাশা এবং প্রতি মানুষের তার প্রতি যে প্রত্যাশা, সেটা যদি তিনি পূরণ করতে না পারছেন না। তাই তার মনে হয় এই সময়ে তার দলে থাকাটা খুবই দুঃখজনক হবে। তিনি মনে করেন এটা করলে তিনি তার টিমমেটদের সঙ্গে চিট করবেন।

৬ মার্চ রবিবার রাতে অ্যামিরাটসের ফ্লাইটে হঠাৎ দুবাই যাচ্ছেন শাকিব। একটি ব্যক্তিগত কাজে মূলত তার দুবাই যাওয়া। বিমানবন্দরে শাকিব গণমাধ্যমের মুখোমুখি হলেন। সেখানে শাকিব বলেছেন, ‘আমার মানসিক ও শারীরিক অবস্থা যেভাবে দেখছি, আমার কিছু সময় দরকার বলে মনে করি। সেটা এমন হতে পারে ওয়ানডে সিরিজটা বিরতি নিয়ে যদি টেস্ট সিরিজটা খেলতে পারি তাহলে ভালো মানসিক ও শারীরিক কন্ডিশনে থাকতে পারব। এগুলো আসলে সবকিছুর আলোচনার ওপর নির্ভর করবে কি করলে ভালো হয়।’

তিনি আরও বলেছেন ‘আমার বর্তমান পরিস্থিতি এরকম। যদি এই পরিস্থিতিতে খেলতে যাই সতীর্থ ও দেশের সঙ্গে চিট করার মতো বিষয় হবে। যেই জিনিসটা অবশ্যই আমি চাই না। আমি চাই যে, যখন আমি খেলবো, মানুষ যেভাবে প্রত্যাশা করে, আমার নিজের প্রতি নিজের যে প্রত্যাশা, দল আমাকে যেভাবে চিন্তা করে সেভাবে যেন পারফর্ম করতে পারি সেই অবস্থায় গিয়ে।’

শাকিব আরও বলেন, ‘হ্যাঁ কোনও গ্যারান্টি নেই যে, যখন খেলতে নামবও তখন ভালো পরিস্থিতিতে থাকলেও পারফর্ম করতে পারবো। অন্তত আমি জানতে পারব যে, দেশের হয়ে পারফর্ম করার জন্য আমি আমার সেরা সময়ে আছি। কিন্তু আমি যদি জানি-ই যে, আমার কোনও সম্ভাবনা নেই সেখানে সময় নষ্ট করা, অন্য একটা জায়গা নষ্ট করা এবং দেশের ক্রিকেটের সঙ্গে গাদ্দারি করার মতো বিষয় বলে মনে করি।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Bangladesh, #Shakib Al Hasan, #Cricket

আরো দেখুন