পাঁচ রাজ্যে ক্ষমতায় কে? কী বলছে বুথ ফেরত সমীক্ষা
উত্তরপ্রদেশের শেষ দফার ভোট গ্রহণের সঙ্গে সঙ্গেই শেষ হল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া এবং মণিপুরসহ পাঁচটি রাজ্যের মসনদে কারা বাসবে জানা যাবে আগামী ১০ই মার্চ। তার আগেই প্রকাশ্যে এল বুথ ফেরত সমীক্ষার ফলাফল।
উত্তরপ্রদেশ :
ভারতের অন্যতম বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের নির্বাচনের ফলের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। রিপাবলিক টিভির সমীক্ষা অনুযায়ী, উত্তরপ্রদেশে ফের সরকার গঠন করতে চলেছে বিজেপি। মোট ৪০৩টি আসনের মধ্যে ২৪০টি আসন পেতে চলেছে গেরুয়া শিবির। তাদের সমীক্ষা অনুযায়ী, সমাজবাদী পার্টির ঝুলিতে যেতে চলেছে ১৪০টি আসন। ইটিজি রিসার্চের মতে ২৩০ থেকে ২৪৫টি আসন পাবে বিজেপি। নিউজএক্স-পোলস্ট্র্যাটের সমীক্ষা অনুযায়ী, ২১১ থেকে ২২৫টি আসন পাবে যোগী শিবির। অন্যদিকে সিএনএন নিউজের সমীক্ষা বলছে বিজেপি ২৬২-২৭৭টি আসন পেতে পারে।
পঞ্জাব :
১১৭টি আসনের পঞ্জাব বিধানসভা দখলের লড়াইতে অনেকেই কেজরিওয়ালের আম আদমি পার্টিকে এগিয়ে রাখছেন। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে মোট ১১৭টি আসনের মধ্যে ৭৬ থেকে ৯০ টি আসন পাচ্ছে আম আদমি পার্টি। তারা কংগ্রেসকে দিচ্ছেন ১৯-৩১টি আসন। এবিপি নিউজের সি ভোটার জানাচ্ছেন কেজরিওয়ালের দলের ৫১-৬১টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। টাইমস নাও-এর সমীক্ষায় দেখা যাচ্ছে ৭০ আসন পাচ্ছে আম আদমি পার্টি। ২২টি পাচ্ছে কংগ্রেস। রিপাবলিকের সমীক্ষায় উঠে এসেছে অরবিন্দ কেজরিওয়ালের দলের খাতায় যাচ্ছে ৬২-৭০টি আসন এবং কংগ্রেস পাচ্ছে ২১-৩১টি।
উত্তরাখণ্ড :
এবিপি নিউজের সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ৭০টি আসনের উত্তরাখণ্ড বিধানসভায় ৩২-৩৮ টি আসন পাচ্ছে কংগ্রেস এবং ২৬-৩২ টি আসন পাচ্ছে বিজেপি। টাইমস নাও-এর সমীক্ষাতেও দেখা যাচ্ছে ৩৭ ও ৩১ টি করে আসন পেয়ে কাছাকাছি থাকছে বিজেপি ও কংগ্রেস। উত্তরাখণ্ডে হাত ও পদ্ম শিবিরের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। রিপাবলিকের সমীক্ষা অনুযায়ী, বিজেপি পাচ্ছে ২৯-৩৪ টি আসন এবং কংগ্রেস পাচ্ছে ৩৩-৩৮ টি আসন।
মণিপুর :
উত্তর পূর্বের এই রাজ্যের বিধানসভায় ৬০ টি আসন রয়েছে। রিপাবলিকের সমীক্ষা অনুযায়ী, ১১-১৭টি আসন পেতে চলেছে কংগ্রেস। তাদের সমীক্ষা অনুযায়ী, ২৭-৩১টি পেতে চলেছে গেরুয়া শিবির। এনপিপির ঝুলিতে যেতে পারে ৬-১০টি আসন।
গোয়া :
সাগরপাড়ের রাজ্য গোয়াতে রয়েছে ৪০ টি আসন বিশিষ্ট বিধানসভা। টাইমস নাও-এর সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস পেতে চলেছে ১৬ টি আসন। বিজেপির জন্য তারা ১৪ টি আসন বরাদ্দ করেছেন। আপ ও অন্যান্যের ঝুলিতে দিয়েছেন ৪ এবং ৬টি করে আসন। গোয়ার ক্ষেত্রে রিপাবলিকের সমীক্ষা অনুযায়ী, বিজেপি ও কংগ্রেস সমান সমান, দুটি দলই ১৩-১৭টি করে আসন পাচ্ছেন। ২-৬ টি আসন পাচ্ছে আপ এবং অন্যান্যদের জন্য ০-৪ টি ছেড়েছেন তারা।