রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপি পরিকল্পিত নাটক করল, বিধানসভায় বিক্ষোভ প্রসঙ্গে প্রতিক্রিয়া মমতার

March 7, 2022 | < 1 min read

বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল তাঁর ভাষণ শুরু করতেই ওয়েল নেমে তুমুল বিক্ষোভ শুরু করে দেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা স্লোগান তোলেন, ছাপ্পা ভোটের সরকার আর নেই দরকার, ভারত মাতা কী জয়। প্রবল ওই হইচইয়ের মধ্যে তাঁর ভাষণ পড়তেই পাললেন না রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি নিজে ও মুখ্যমন্ত্রী বিজেপি বিধায়কদের শান্ত হতে বললেও কোনও কথাই শোনেননি বিজেপি বিধায়করা। এনিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

প্রবল ওই বিক্ষোভের মধ্যে শেষপর্যন্ত তার ভাষণের প্রথম ও শেষ লাইন পড়েই বিধানসভা কক্ষ ছাড়েন ধনখড়। তার পরই বিধানসভা থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, বিরোধীরা স্লোগান দেয়, বিক্ষোভ করে ঠিক কথা কিন্তু কখনও রাজ্যপালের ভাষণ বন্ধ হয়নি। এটা অপ্রত্য়াশিত ঘটনা। আমরা একঘণ্টা অপেক্ষা করেছি। আমাদের বিধায়করা কেউ কোনও কথা বলেনি। স্পিকার শান্ত হওয়ার আবেদন করেছেন। আমি হাতজোড় করে অনুরোধ করেছি। কিন্তু কোনও কাজ হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Assembly, #Budget session, #Jagdeep dhankar, #Budget session 2022, #Mamata Banerjee, #bjp

আরো দেখুন