৪৩৫ ইউকেট! কপিল দেবের রেকর্ড ভাঙলেন অশ্বিন
চারিথ আসালঙ্কার ক্যাচ বিরাট কোহলি তালুবন্দি করতেই স্কোরবোর্ডে ঝলমলিয়ে উঠল ম্যাজিক ফিগার। ‘রবিচন্দ্রন অশ্বিন ৪৩৫ উইকেট’। মোহালির স্টেডিয়াম সাক্ষী থাকল এক অনন্য রেকর্ডের। এদিন অশ্বিন টপকে গেলেন কপিল দেব নিখাঞ্জের ৪৩৪ টেস্ট উইকেটের মাইলফলক। কপিল তাঁর শেষ উইকেটটি পেয়েছিলেন ১৯৯৪ সালে। একদা সর্বাধিক টেস্ট উইকেটের মালিক খেলেছিলেন মোট ১৩১টি ম্যাচ। আর তাঁকে অতিক্রম করতে ভারতের তারকা অফস্পিনারের লাগল ৮৫ ম্যাচ।
অশ্বিনের নামের পাশে আপাতত ৪৩৬ উইকেট। সামগ্রিকভাবে সর্বাধিক টেস্ট উইকেট শিকারির তালিকায় তাঁর স্থান ৯ নম্বরে। উল্লেখ্য, চারশো ক্লাবে জায়গা পাকা করা চার ভারতীয় বোলারের মধ্যে তিনজনই স্পিনার। ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটের মালিক অনিল কুম্বলের ঝুলিতে রয়েছে ৬১৯টি শিকার। আর কপিলকে তিন নম্বরে ঠেলে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন রবিচন্দ্রন অশ্বিন। চার নম্বরে রয়েছেন আর এক তারকা স্পিনার হরভজন সিং (৪১৭)।
শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালি টেস্টের প্রথম ইনিংসে ৩৫ বছর বয়সি অশ্বিন পেয়েছিলেন দু’টি উইকেট। আর দ্বিতীয় ইনিংসে তাঁর সংগ্রহ চার উইকেট। যার মধ্যে পাথুম নিশাঙ্কাকে আউট করে কপিলের ৪৩৪ উইকেট স্পর্শ করেন অশ্বিন। এগিয়ে এসে তাঁর পিঠ চাপড়ে দেন অধিনায়ক রোহিত শর্মা। কিছুক্ষণের মধ্যে চারিথ আসালঙ্কাকে ফিরিয়ে ভারতের দ্বিতীয় সর্বাধিক টেস্ট উইকেটের মালিক হয়ে যান ‘অ্যাশ’। কপিলের রেকর্ড ভাঙার পর বিস্ময়ের ঘোর কাটছে না অশ্বিনের। তিনি বলেন, ‘২৮ বছর আগে কপিল পাজির বিশ্বরেকর্ড টিভিতে উপভোগ করেছিলাম। আজ সেই গ্রেট ক্রিকেটারের রেকর্ড ভাঙলাম। এমনটা যে কখনও ঘটতে পারে, তা স্বপ্নেও ভাবিনি। এই অনূভূতি ভাষায় প্রকাশ করতে পারব না! সত্যিই, ক্রিকেট কাছে আমাকে অনেক কিছু দিয়েছে।’ অধিনায়ক রোহিত শর্মাসহ সতীর্থদের প্রশংসাও করেছেন অশ্বিন। তাঁর কথায়, ‘ক্যাপ্টেন সবসময় আমার পাশে থেকেছে। সতীর্থরা সর্বদা আমাকে সাহস জুগিয়েছে। ওদের কাছে আমি কৃতজ্ঞ।’ ভালো বোলিংয়ের পাশাপাশি প্রথম ইনিংসে ৬১ রানের মূল্যবান ইনিংস খেলে তৃপ্ত অশ্বিন।
তাঁর কৃতিত্বে উচ্ছ্বসিত শচীন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার টুইট করেছেন, ‘ফ্যান্টাস্টিক ল্যান্ডমার্ক! তুমি যেভাবে এগিয়েছো তাতে পাজির রেকর্ড ভাঙা সময়ের অপেক্ষা ছিল। তোমার আরও সাফল্য কামনা করি।’