তৃণমূলের বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার, কুলপিতে ধুন্ধুমার
সাংগঠনিক সভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর গাড়ি ঘিরে ধরে দেখানো হল কালো পতাকা। ঘটনার প্রতিবাদে পাল্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরাও। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে দফায় দফায় উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে।
কুলপির রামকৃষ্ণপুরে বিজেপি-র একটি সাংগঠনিক সভা ছিল সোমবার। সেখানেই মথুরাপুর সাংগঠনিক জেলার দলীয় কার্যকর্তাদের পাশাপাশি রাজ্য সভাপতি সুকান্তেরও উপস্থিত থাকার কথা ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতে ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে কুলপির উদ্দেশে রওনা দেন সুকান্ত। কিন্তু শ্রীনগর মোড়ে তাঁর গাড়ি আটকে দেন এক দল যুবক। সুকান্তকে কালো পতাকাও দেখানো হয়। তাঁর গাড়ি ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জমায়েত সরিয়ে দেয়।
সুকান্তকে ঘিরে কালো পতাকা দেখানোর প্রতিবাদে রামকৃষ্ণপুর মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে পাল্টা বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। অবরোধ সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। তার জেরে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি-র অভিযোগ, পুলিশ প্রশাসনের চোখের সামনেই রাজ্য সভাপতির গাড়ি আটকে হামলার পরিকল্পনা করেছিল তৃণমূল। যদিও বিজেপি-র তোলা সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।