উত্তর প্রদেশে আজ শেষ দফার নির্বাচন, ভাগ্য নির্ধারণ একাধিক মন্ত্রীর
উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Elections 2022) সপ্তম বা শেষ দফার (7 phase) ভোট গ্রহণ সোমবার (Monday)। সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। শেষ হবে সন্ধ্যে ৬টায়। এদিন প্রায় ২ কোটি ৬ লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভাগ্য পরীক্ষা হবে প্রায় ৬১৩ জন প্রার্থীর। ৫৪টি আসনের মধ্যে ১১টি আসন সংরক্ষিত তফসিলি জাতির জন্য, দুটি আসন সংরক্ষিত তফশিলি উপজাতীর জন্য।
শেষদফায় ভোটের নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে রয়েছে, বারাণসী- যেখানে ভোট প্রচারে সবথেকে জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের লোকসভা কেন্দ্র থেকেই শেষ দফার প্রচার সারেন প্রধানমন্ত্রী। অন্যদিকে রয়েছে অখিলেশ যাদবের হটসিট আজমগড়। এছাড়ও রয়েছে মাউ, জৌনপুর, গাজিপুর, চান্দৌলি, সোনভদ্র। ২০১৭ সালে এই ৫৪টি আসনের মধ্যে বিজেপির দখলে থিল ২৯টি আসন। বাকি ১১টি সমাজবাদী পার্টি ও ৬ বহুজন সমাজপার্টিরর দখলে ছিল। এবারও বিজেপি শেষ দফা নির্বাচনে আসন সংখ্যা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছে। সেই কারণেই প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য প্রচার ছিল বারানসীতে।
শেষ দফা নির্বাচনে যোগী আদিত্যনাথের অন্তত তিন জন মন্ত্রীর ভাগ্য পরীক্ষা হবে। তাঁরা হলেন নীলকান্ত তিওয়ারি, অনিল রাজভর ও রবীন্দ্র জয়সওয়াল। অন্যদিকে দলবদলু দারাসিং চৌহানেরও ভগ্যপরীক্ষা হবে এদিন।
তবে শেষ দফায় ভোট প্রচারে বিজেপির সঙ্গে রীতিমত পাল্লা দিয়েছিল কংগ্রেস ও সমাজবাদী পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশী মন্দির সফরের পর রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও কাশীর বিশ্বনাথ ধামে যান। পুজো দেন। অন্যদিকে উত্তর প্রদেশ জয়ের লক্ষ্যে মরিয়া সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও শেষ দফা নির্বাচনের ভোট প্রচারের ওপর জোর দিয়েছিলেন। এর আগের দফাগুলি ছিল মোটের ওপর শান্তিপূর্ণ।
উত্তর প্রদেশ নির্বাচনতে পাখি চোখ করেছে বিজেপির। দলের জাতীয় স্তরের নেতা অমিত শাহ উত্তর প্রদেশ জয়ের ব্যাপারে আশাবাদী। বিজেপির কথায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এটা সেমিফাইলান। তাই উত্তর প্রদেশ জয় আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে অনেকটাই এগিয়ে দেবে। তবে জমি ছাড়তে নারাজ কংগ্রেস ও সমাজবাদী পার্টি। প্রিয়াঙ্কা গান্ধী মাটি আকড়ে পড়ে রয়েছেন। অন্যদিকে মোদীকে ভোট প্রচারে টক্কর দিয়েছেন অখিলেশ যাদব।
সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উত্তর প্রদেশে। এটাই শেষ দফার নির্বাচন। ফল প্রকাশ হবে আগামী ১০ মার্চ। একই দিনে ফল প্রকাশ হবে পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া মণিপুরের বিধানসভা নির্বাচনের।