দেশ বিভাগে ফিরে যান

দেশে প্রথম – নজির সৃষ্টি করেছেন যে মহিলারা

March 8, 2022 | < 1 min read

ভারতের পুরো ইতিহাস জুড়েই বিরাজ করছেন মহিলা পথ প্রদর্শকরা। ভারতের উন্নতির স্বার্থে তাঁরা সমস্ত বাঁধা, শৃঙ্খলকে নির্দ্বিধায় ভেঙ্গে এগিয়ে গিয়েছেন। দেশের সংস্কৃতি, অগ্রগতিতে তাদের অবদান  অনস্বীকার্য।

সবকিছুরই একটা প্রথমবার থাকে। দেখে নেওয়া যাক সেই সব মহীয়সীদের যারা পুরুষ তান্ত্রিক সমাজকে চ্যালেঞ্জ করে নিজ নিজ ক্ষেত্রে নিয়েছেন প্রথম পদক্ষেপ। হয়ে উঠেছেন নারী সমাজের উদাহরন এবং অনুপ্রেরণা।

১। প্রথম মহিলা প্রধানমন্ত্রীঃ

১৯৬৬ সালে দেশের  প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইন্দিরা গান্ধী। 

২। প্রথম মহিলা রাষ্ট্রপতিঃ 

২০০৭ সালে প্রতিভা পাটিল দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।

৩। প্রথম মহিলা রেল মন্ত্রীঃ

দেশের প্রথম মহিলা রেল মন্ত্রী হিসেবে ১৯৯৯ সালে শপথ নেন মমতা বন্দোপাধ্যায়।

৪।প্রথম মহিলা রাজ্যপালঃ

সরোজিনী নাইডু দেশের প্রথম মহিলা রাজ্যপাল। তিনি উত্তর প্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত ছিলেন।

৫। প্রথম মহিলা অধ্যক্ষ:

লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ হিসেবে ২০০৯ সালে কার্যভার গ্রহণ করেন মীরা কুমার। 

৬। প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েটঃ

দেশের প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট হলেন কামিনী রায়। ১৮৮৬ খ্রীস্টাব্দে ভারতের প্রথম নারী হিসাবে সংস্কৃত ভাষায় সম্মানসহ স্নাতক ডিগ্রী লাভ করেন তিনি।

৭। প্রথম মহিলা এভারেস্ট জয়ীঃ

১৯৮৪ সালে এভারেস্ট জয় করেন বাচেন্দ্রী পাল। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি এই অসাধ্য সাধন করেন।

৮। প্রথম মিস ইউনিভার্সঃ

প্রথম ভারতীয় ব্রহ্মাণ্ড সুন্দরী বা মিস ইউনিভার্স সুস্মিতা সেন। ১৯৯৪ সালে তিনি এই খেতাব জয় করেন। 

৯। প্রথম মহিলা চিকিৎসক:

ইউরোপীয় চিকিৎসা শাস্ত্রে শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক হলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়

১০। প্রথম মহিলা মহাকাশচারীঃ

কল্পনা চাওলা প্রথম ভারতীয় মহিলা যিনি মহাকাশে পাড়ি দেন। ১৯৯৭ সালে তিনি প্রথম স্পেস মিশনে যান। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #FIRST INDIAN WOMEN, #INDIRA GANDHI, #KALPANA CHAWLA, #PRATIBHA PATIL

আরো দেখুন