← হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান
রূপান্তরকামী নারীকে কোন চোখে দেখে বাংলার সমাজ? মুখোমুখি মানবী
মানবী বন্দ্যোপাধ্যায়। খুব পরিচিত একটি নাম। তিনি ভারতের প্রথম রূপান্তরকামী অধ্যক্ষ। তিনি বাংলায় পিএইচডি করেন এবং বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের বাংলার সহযোগী অধ্যক্ষ ছিলেন। ২০১৫ সালে তিনি কৃষ্ণনগর ওমেন্স কলেজের প্রধান অধ্যক্ষ নিযুক্ত হন।
আজ ৮ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবস। সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত অনন্যাদের কুর্ণিশ জানাচ্ছে দৃষ্টিভঙ্গি। আজকের এই বিশেষ দিনে মানবী বন্দ্যোপাধ্যায়ের মনের চিলেকোঠার খোঁজ নিল দৃষ্টিভঙ্গি।
দেখুন: