দেশ বিভাগে ফিরে যান

নবাব মালিকের বিরুদ্ধে টাকা লগ্নির ভুল তথ্য! স্বীকার করল ইডি

March 8, 2022 | 2 min read

আরও ১৪দিন। বলিউডের এক ছবিতে বেআইনিভাবে টাকা লগ্নির অভিযোগে এবার ২১ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ল মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিকের। যদিও তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদিনই আদালতে জানিয়েছে, নবাবের বিরুদ্ধে ৫৫ লক্ষ টাকার লগ্নি নিয়ে অভিযোগ উঠেছিল। আদতে তা ৫ লক্ষ। তারপরও ইডির আইনজীবী  নবাবের বিচারবিভাগীয় হেফাজতের আবেদন করে। এবং অর্থ তছরুপ সংক্রান্ত বিশেষ আদালতের বিচারক তা মেনেও নেন। সেইমতো আরও ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হল নবাবকে। এরপরে  সোমবারও ফের নবাব প্রশ্নে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার। ষড়যন্ত্রের অভিযোগ করে তিনি বলেন, দাউদ ইব্রাহিমের সঙ্গে নবাবের নাম মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা চলছে। আর এর পিছনে রয়েছে কেন্দ্রীয় সরকার। নবাব মুসলিম। সেই কারণেই দাউদের ইস্যু খাড়া করে তাঁকে ফাঁসানো হচ্ছে। শাহরুখ খানের ছেলে আরিয়ান গ্রেপ্তারের পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র বিরুদ্ধে অভিযোগ তুলে আসছেন নবাব। তার জেরেই তাঁকে কেন্দ্রীয় সংস্থা দিয়েই ফাঁসানো হচ্ছে বলে বিশেষজ্ঞ মহলের একাংশ দাবি করেছে। ইডির মামলা খারিজের দাবি তুলে গত সপ্তাহেই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নবাব। তিনি দাবি করেন, মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে ইডি। 


এনসিপি নেতার বিরুদ্ধে ইডি বেশ কয়েকটি অভিযাগ এনেছে। তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, দাউদের সন্ত্রাসে আর্থিক সাহায্য। আর সেই অভিযোগের প্রমাণ হিসেবে তুলে ধরা হয়, ডি কোম্পনির প্রতিষ্ঠাতার বোন হাসিনা পার্কারকে নিয়ে বলিউডে তৈরি এক ছবিতে ৫৫ লক্ষ টাকা লগ্নি করেছেন নবাব। সেই মামলাতেই নবাবকে ৭ মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। অবশ্য এদিনই ইডি আদালতে জানিয়ে দেয়, ৫৫ লক্ষ নয়, পাঁচ লক্ষ টাকা লগ্নি করেছিলেন নবাব। নবাবের আইনজীবী অমিত দেশাইও আদালতে দাবি করেন, নবাবের বিরুদ্ধে ইডি ভুল অভিযোগ এনেছে। তারপরও কীভাবে নবাবের হেফাজত বাড়ানো হল সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। 


অন্যদিকে ইডির আরও অভিযোগ, দাউদের কালো টাকা ব্যবহার করে বেনামে বহু ফ্ল্যাট কিনেছেন নবাব। সেই ফ্ল্যাটে ভাড়া বসিয়ে সেখান থেকে টাকা তুলেছেন। এছাড়া জমির রেজিস্ট্রেশন মূল্য কমিয়ে সরকারকে ফাঁকি দিয়েছেন বলেও অভিযোগ করেছে ইডি।

TwitterFacebookWhatsAppEmailShare

#money laundering, #Nawab Malik

আরো দেখুন