কলকাতা বিভাগে ফিরে যান

শীঘ্রই ধাপায় তৈরি হবে বায়োগ্যাস

March 8, 2022 | < 1 min read

ছবি: প্রতীকী

আর কয়েক মাসের মধ্যেই ধাপায় তৈরি হবে বায়োগ্যাস। কলকাতা পুরসভা সূত্রে খবর, পিপিপি মডেলে বায়োগ্যাস উৎপাদনের ইউনিট তৈরি করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক চললে জুন-জুলাই মাস থেকে সেই উৎপাদন শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই ধাপায় জঞ্জাল প্রক্রিয়াকরণ ইউনিট বসানো হয়েছে। বিভিন্ন ধরনের জঞ্জাল পৃথকভাবে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে। প্লাস্টিকজাত আবর্জনা থেকে তৈরি হচ্ছে নতুন নতুন সামগ্রী। অন্যান্য পচনশীল আবর্জনা থেকে তৈরি হচ্ছে সার। এবার সেই জঞ্জাল থেকেই বায়োগ্যাস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পুরসভার জঞ্জাল ব্যবস্থাপনা বিভাগের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার জানিয়েছেন, এই বায়োগ্যাস থেকে তৈরি করা বিদ্যুৎ গ্রিডে পাঠানো যেতে পারে। আবার, সিএনজি গাড়ি চালাতেও ব্যবহার করা যাবে। আপাতত প্রতিদিন পাঁচ মেট্রিক টন জঞ্জাল থেকে বায়োগ্যাস তৈরি হবে। পাইলট প্রজেক্ট হিসেবে আর কয়েক মাসের মধ্যেই এই উৎপাদন শুরু হয়ে যাবে। বিভাগীয় আধিকারিকরা জানাচ্ছেন, জঞ্জাল অপসারণ বিভাগের একটি ডিজেলচালিত ডাম্পারকে সিএনজিতে রূপান্তরিত করা হয়েছে। উৎপাদিত বায়োগ্যাস পুরসভা নিজেদের সিএনজিচালিত গাড়িতেও ব্যবহার করতে পারে। তবে তা বিক্রি করা যায় কি না, সেজন্য বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার সঙ্গেও আলোচনা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Dhapa, #biogas plant, #West Bengal

আরো দেখুন