দেশ বিভাগে ফিরে যান

গোয়ায় জেতার সম্ভাবনাময় প্রার্থীদের কিনতে চাইছে বিজেপি! রিসর্টে পাঠাল কংগ্রেস

March 9, 2022 | 2 min read

গত বিধানসভা ভোটে সবচেয়ে বেশি আসন পেয়েও গোয়ায় ক্ষমতা দখল করতে পারেনি কংগ্রেস৷ বিভিন্ন আঞ্চলিক দলগুলিকে নিয়ে কোঙ্কন উপকূলের ওই রাজ্যে সরকার গঠন করে ফেলে বিজেপি৷ আগামিকাল বৃহস্পতিবার গোয়া-সহ (Goa Assembly Election 2022) পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলপ্রকাশ৷ বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা বলছে, গোয়ায় খারাপ ফল করতে চলেছে কংগ্রেস (Goa Congress)৷ তাই ফলপ্রকাশের পর অন্য দলগুলির ঘোড়া কেনাবেচার হাত থেকে প্রার্থীদের নিরাপদ দুরত্বে রাখতে সেই রিসর্ট রাজনীতিতে ফিরে গেল কংগ্রেস৷ যদিও গোয়া কংগ্রেসের সাধারণ সম্পাদক সুনীল কৌথাঙ্কার জানিয়েছেন, প্রার্থীরা স্বেচ্ছায় একসঙ্গে রিসর্টে থাকছেন৷ কাউকে জোরাজুরি করা হয়নি৷

গত ১৪ ফেব্রুয়ারি গোয়াতে একদফায় ভোট হয়৷ তবে ৭ মার্চ সব রাজ্যের বিধানসভা ভোট শেষ হওয়ার পরই বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হতে শুরু করে৷ অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে, গোয়ায় এবার ত্রিশঙ্কু হবে৷ অর্থাৎ ছোট দলগুলি সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নিতে পারে৷ ফলে কংগ্রেস ও বিজেপি দুই দলের কাছে সুযোগ রয়েছে সরকার গড়ার৷ অন্য দলের বিধায়ক ভাঙিয়ে সরকার গড়ার বদনাম বিজেপির বরাবরের৷ সেই চিন্তা এখন কুঁড়ে কুড়ে খাচ্ছে কংগ্রেসকে৷ বিজেপির ফাঁদ থেকে প্রার্থীদের বাঁচাতে তাই দলের প্রার্থীদের পানাজির কাছে বাম্বলিম গ্রামের একটি বিলাসবহুল রিসর্টে থাকতে পাঠিয়েছে শতাব্দী প্রাচীন দলটি৷ ব্যাগপত্তর নিয়ে মঙ্গলবার থেকে ওই রিসর্টে থাকা শুরু করেছেন কংগ্রেস প্রার্থীরা৷ সূত্রের খবর, ভোটগণনার দিন কয়েকজন প্রার্থীকে গণনাকেন্দ্রে যেতে পর্যন্ত নিষেধ করে দেওয়া হয়েছে৷

যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন কংগ্রেস প্রার্থী মাইকেল লোবো৷ প্রথমে তিনি জানান, বিরোধী নেতা দিগম্বর কামাতের জন্মদিন পালনে তাঁরা রিসর্টে এসেছেন৷ দিগম্বর কামাতের জন্মদিন ছিল ৮ মার্চ৷ তাহলে এরপরেও রিসর্টে কেন কংগ্রেস প্রার্থীরা৷ জবাবে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া লোবো জানিয়েছেন, বিধায়ক কেনাবেচা নিয়ে তাঁরা চিন্তিত নন৷ আগামিকাল বৃহস্পতিবার সব প্রার্থীরাই গণনাকেন্দ্রে যাবেন৷ গোয়া কংগ্রেসের সাধারণ সম্পাদক সুনীল কৌথাঙ্কারও বলেন, ‘কোনও প্রার্থীকে রিসর্টে থাকার জন্য জোর করা হয়নি৷ সবাই স্বেচ্ছায় একসঙ্গে থাকতে চেয়েছেন৷ কেউ যে আমাদের ছেড়ে যাবেন না এটা আমরা নিশ্চিত৷ বিজেপির বিরুদ্ধে লড়াই করা অন্য দলের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি৷ বৃহস্পতিবারের ফল ঘোষণার পর পরিষ্কার হয়ে যাবে যে কংগ্রেসই সরকার গড়বে৷’

নির্বাচনের পর দলবদল ঠেকাতে ভোটের আগেই ব্যবস্থা নিয়েছিল কংগ্রেস৷ ৩৭ জন প্রার্থীকে লিখিত আশ্বাস দিতে হয়েছিল যে জেতার পর তাঁরা দলবদল করবেন না৷ ওই আশ্বাসের পরেও প্রার্থীদের রিসর্টে পাঠিয়ে কংগ্রেস দল ছেড়ে পালানোর সব রাস্তা বন্ধ করতে চাইছে তা স্পষ্ট৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Congress, #Goa

আরো দেখুন