দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

রবীন্দ্রভারতীতে এবছরও হবে না বসন্ত উৎসব! কিন্তু কেন?

March 9, 2022 | < 1 min read

করোনার দাপট কমে গিয়েছে অনেকটাই। বিধিও শিথিল হয়েছে জেলায় জেলায়। আর তার মধ্যে বসন্তও এসে গেছে। এসেছে পাতাঝড়ার দিন। কিন্তু এবারও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসন্ত উৎসব হবে না। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, করোনার কারণেই বসন্ত উৎসব হবে না বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে। এনিয়ে উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী জানিয়েছেন, করোনার কারণে এবার বসন্ত উৎসব পালন করা হচ্ছে না। প্রসঙ্গত দোল পূর্ণিমার কয়েকদিন আগেই ক্যাম্পাসে বসন্ত উৎসব পালন করা হয়। তবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যথারীতি বসন্ত উৎসব পালন করা হবে।

এদিকে কেন রবীন্দ্রভারতীতে বসন্ত উৎসব পালন করা হবে না তা নিয়ে অবশ্য অন্য কারণ খুঁজে পেয়েছেন অনেকেই। তাঁদের মতে, ২০২০ সালে পিঠে অশ্লীল শব্দ লেখা হয়েছিল ক্যাম্পাসে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে বিকৃত করে লেখা হয়েছিল পিঠে। আর তা নিয়ে তুমুল শোরগোল পড়ে। জল গড়ায় থানা পর্যন্ত। তবে সেই বিতর্কের রেশ কাটেনি এখনও। আর তার জেরে এবারও ঝুঁকি নিতে চাইছে না কর্তৃপক্ষ। এবারও বন্ধ থাকবে বসন্ত উৎসব পালন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য় করোনাকে দায়ী করছেন এক্ষেত্রে। কিন্তু ক্যাম্পাসের অলিন্দে অবশ্য ঘুরে ফিরে আসছে বছর দুয়েক আগের সেই ঘটনার কথা।

TwitterFacebookWhatsAppEmailShare

#basanta utsav, #rabindra bharati university

আরো দেখুন