রাজ্য বিভাগে ফিরে যান

বারাকপুরে তেজস্বিনী ব্রিগেডের সদস্যদের দেওয়া হচ্ছে বাইক প্রশিক্ষণ

March 9, 2022 | < 1 min read

মহিলাদের প্রতি অপরাধ কমাতে তেজস্বিনী ব্রিগেড গড়ে তুলছে বারাকপুর পুলিস কমিশনারেট। কমিশনারেটের কুড়ি জন মহিলা পুলিসকর্মীকে নিয়ে এই বিশেষ ব্রিগেড তৈরি করা হচ্ছে। বারাকপুর পুলিস লাইনে ব্রিগেডের সদস্যদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন পুলিসকর্তারা। ওই মহিলা পুলিসরা যাতে যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে পারে, যাতে যে কোনও অপরাধীকেই কাবু করতে পারে, সেজন্য চলছে এই বিশেষ প্রশিক্ষণ। পাশাপাশি তাঁদের মোটরবাইক চালনায় পারদর্শী করে তোলা হচ্ছে। কমিশনারেটেরে পুলিস অফিসাররাই তাঁদের বাইক চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন। এর মধ্যে কয়েকজন স্কুটি চালাতে পারেন। তাঁদের পক্ষে মোটরবাইক চালানো অনেকটা সহজ হয়ে যাচ্ছে।

চালানো অভ্যাস হয়ে গেলে এই মহিলা পুলিসকর্মীরা বাইক নিয়ে দক্ষিণ দমদমের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চষে বেড়াবেন। যদি কোথাও ইভটিজিংয়ের মতো ঘটনা ঘটে, বা মহিলা সংক্রান্ত কোনও অপরাধ হয়, তাহলে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই হবে এই মহিলা ব্রিগেডের প্রথম কাজ। মহিলা সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য সবরকম ব্যবস্থা নিতে নবান্ন প্রত্যেক পুলিস কমিশনারেটকে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ মতো সব জায়গায় তৈরি হচ্ছে তেজস্বিনী ব্রিগেড। ইতিমধ্যে কলকাতা এবং শিলিগুড়ি পুলিস কমিশনারেট ওই ব্রিগেড তৈরি করেছে। এরপর বারাকপুরের পুলিস কমিশনার মনোজ ভার্মা রিজার্ভ পুলিসের ইন্সপেক্টর সিদ্ধার্থ গোস্বামীকে এমন ব্রিগেড তৈরি করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার নারী দিবসে বারাকপুরের পুলিস লাইনে গিয়ে দেখা গেল, মহিলা পুলিসকর্মীদের বাইক চালোনায় প্রশিক্ষণ দেওয়া চলছে। বারাকপুরের পুলিসকর্তারা তা তদারক করছেন। এছাড়া মহিলা সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে আনতে বারাকপুরে ইতিমধ্যে একটি মহিলা থানা তৈরি হয়েছে। তা আরও সাজিয়ে তোলা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Women, #Barrackpore, #Tejaswini brigade, #Bike training

আরো দেখুন