বুদ্ধ-মমতার ফারাক কোথায়? কী বললেন দাদা?
‘দাদাগিরি আনলিমিটেড’ (Dadagiri Unlimited) সিজন ৯ শুরুর পর থেকে প্রায় প্রতি পর্বেই থাকছে নানা চমক। একদিকে যেমন হাজির থাকছেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা। সেরকম রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন বিভিন্ন ক্ষেত্রের মানুষেরা। তাঁরা শেয়ার করছেন তাঁদের বিভিন্ন অভিজ্ঞতা। সকলেই সাক্ষী থাকছেন, তাঁদের নানাবিধ গুণের। ‘দাদাগিরি’-র আগের সাতটি সিজনের মতো এবারও সঞ্চালনা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
গত সপ্তাহান্তেও এরকমই মজার পর্ব দেখা গেছে এই গেম শো তে। হাজির ছিল জি বাংলার ধারাবাহিক ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ (Amader Ei Poth Jodi Na Sesh Hoy) পরিবারের সদস্যরা। এই ধারাবাহিকে মিনু চরিত্রে অভিনয় করছেন মানসী সিনহা (Manashi Sinha)। যিনি, ঊর্মি -সাত্যকির আদরের ‘ছোট ঠাম্মি’। অভিনেত্রীর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিচিত দীর্ঘদিনের। এজন্যে মহারাজকে ‘তুই’ বলেই সম্বোধন করেন তিনি। উল্টো দিকে সৌরভও তাঁকে ‘দিদি’ বলে ডাকেন। গোটা পর্ব জুড়ে দু’জনের নানা খুনসুটির সাক্ষী থেকেছেন দর্শকেরা।
‘দাদা’ -কে সামনে পেয়ে প্রায় প্রতি পর্বেই প্রতিযোগিতা নানা প্রশ্নবাণ ছুঁড়ে দেন তাঁর দিকে। আর দাদাও অকপটে মজার উত্তর দেন। বাদ গেলেন না, মানসী সিনহাও। সৌরভকে তিনি প্রশ্ন করলেন, “তুই এতদিনের কর্মজীবনে নানা কারণের জন্য বুদ্ধবাবুকে (প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য/ Buddhadev Bhattacharya) খুব কাছে থেকে দেখেছিস, মমতা বন্দ্যোপাধ্যায়কেও (বর্তমান মুখ্যমন্ত্রী/ Mamata Banerjee) ) খুব কাছে থেকে দেখেছিস। মুখ্যমন্ত্রী হিসাবেও, মানুষ হিসাবেও। কীরকম ফারাক লাগে দু’জনের মধ্যে?” এই প্রশ্ন শুনে প্রথমে রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন সৌরভ।
কিন্তু মজা করেই তাঁর উত্তর, “একজন পুরুষ, একজন নারী”। মানসী তাঁকে তখন বলেন, “দেখেছিস এটাকে এড়িয়ে যাওয়া বলে! একদম না…এটা ভুল উত্তর…।” সঞ্চালকের হেসে উত্তর, “তুমি প্রশ্ন করেছ, আমি উত্তর দিয়েছি…”