দেশ বিভাগে ফিরে যান

বাড়ছে লোহার দাম! বাড়ি ও গাড়ি শিল্পে আসতে পারে মন্দা

March 10, 2022 | < 1 min read

আকরিক লোহার দাম বিপুলভাবে বেড়ে চলেছে। যার সবথেকে বিরূপ প্রভাব পড়তে চলেছে গাড়ি এবং বাড়ি নির্মাণ শিল্পে। কারণ লোহা ও ইস্পাত এই দুই আরও দামি হচ্ছে। বাড়ি ও গাড়ি নির্মাণে এই দুটিরই ব্যবহার সবথেকে বেশি। কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল মিনারেলস ডেভেলপমেন্ট কর্পোরেশন বিগত কয়েকমাস ধরে লাগাতার আকরিক লোহার দাম বাড়িয়ে চলেছে। মঙ্গলবার সর্বোচ্চ ধাক্কা এসেছে। করোনাকালে যে শিল্পক্ষেত্র সবথেকে বেশি ধাক্কা খেয়েছে, সেগুলি হল অটোমোবাইল এবং রিয়াল এস্টেট। নানাবিধ প্যাকেজ ঘোষণা করেও কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই দুই সেক্টরকে চাঙ্গা করতে পারেনি। ২৫ হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়া হয়েছিল রিয়াল এস্টেটকে। কিন্তু হাল ফেরেনি। রিয়াল এস্টেট সংগঠনের বক্তব্য হচ্ছে, ওই প্যাকেজের অভিমুখ ছিল ধোঁয়াশাময়। কারা পাবে, কারা পাবে না সরকারি সাহায্য সেটাই স্পষ্ট নয়। আর তাই ক্রমেই আরও মন্দায় নিমজ্জিত নির্মাণ শিল্প। বাড়ছে আশঙ্কাও।

একই হাল অটোমোবাইল শিল্পেরও। অটোমোবাইল শিল্পকে চড়া জিএসটির আওতা থেকে মুক্ত করা হোক, দীর্ঘদিন ধরেই এই দাবি করছে গাড়ি শিল্প। কিন্তু জিএসটি কাউন্সিল কিংবা কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। আর তাই এই দুই সেক্টর ঘুরে দাঁড়ানোর জন্য প্রাণপণ প্রয়াস চালাচ্ছে। ঠিক এরকম সময়ে আকরিক লোহার দাম কেন্দ্রীয় সংস্থা বিপুল ভাবে বাড়িয়ে দেওয়ায় নতুন ধাক্কা আসতে চলেছে। গাড়ি ও বাড়ি নির্মাণ ও ক্রয়-বিক্রয়ে বড়সড়  মন্দার আশঙ্কা করছে ওই শিল্পক্ষেত্রগুলি। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Iron, #price hike

আরো দেখুন