সৈকত রাজ্যে খাতা খুলল না ঘাসফুল শিবিরের, ম্যাজিক ফিগারের কাছাকাছি বিজেপি
পঞ্জাবে আম আদমি পার্টির উত্থান জাতীয় রাজনীতির সমীকরণ পাল্টে দিতে চলেছে। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির এই উত্থানে অবশ্য কিছুটা হলেও ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেসের দিল্লি দখলের স্বপ্ন। এদিন শুধু পঞ্জাবে সরকার গঠন নিশ্চিত করাই নয়, গোয়াতেও নিজেদের অস্তিত্বের জানান দিল আম আদমি পার্টি। গোয়ায় আম আদমি পার্টি দুটি আসনে জিতেছে। ভোট পেয়েছে ৬.৮ শতাংশ। এদিকে ৫.২২ শতাংশ ভোট পেলেও তৃণমূল কংগ্রেস গোয়ায় কোনও আসনে জয় পায়নি।
এদিন গোয়ায় দুটি আসনে আম আদমি পার্টির জয় নিশ্চিত হতেই অরবিন্দ কেজরিওয়াল দলের সদস্যদের অভিনন্দন জানান। জয়ী প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘AAP গোয়ায় দুটি আসনে জিতেছে। ক্যাপ্টেন ভেঞ্জি এবং এর ক্রুজকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এটা গোয়ায় সৎ রাজনীতির সূচনা।’
এদিকে ৪০ আসন বিশিষ্ট গোয়ায় ১৯টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে মাত্র ১১টি আসনে। কংগ্রেসের জোটসঙ্গী গোয়া ফরোয়ার্ড পার্টি এগিয়ে একটি আসনে। তৃণমূলের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি এগিয়ে তিনটি আসনে। এই রাজ্যে ক্ষমতা দখল করতে প্রয়োজন ২১টি আসন। বিজেপি সেই ম্যাজিক ফিগার থেকে পিছিয়ে থাকলেও বিরোধীরা সম্মিলিত ভাবে সরকার গঠন করার স্থিতিতে নেই। তবে যদি সেরম কোনও সম্ভাবনা তৈরি হয়, সেই ক্ষেত্রে আম আদমি পার্টি হবে ‘কিংমেকার’।